ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ অচেতন অবস্থায় রংপুরে উদ্ধার গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী কোনো বিশেষ ক্ষেত্রে ভোট দেওয়ার নির্দেশনা দেওয়া সরকারের উচিত নয়: আমির খসরু আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই: শফিকুল আলম আমরা এখন আর আইসিইউতে নেই, কেবিনে উঠে এসেছি: অর্থ উপদেষ্টা ‘বন্দি থাকাকালে বেগম জিয়ার পক্ষে কথা বলার কেউই ছিলেন না’:আসিফ নজরুল নোয়াখালীকে হারিয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা জোট নয়, এককভাবেই নির্বাচনে লড়বে ইসলামী আন্দোলন ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে বাংলাদেশ মিশনে নিয়োগ

‘ফাইজারের টিকা নিরাপদ, যথেষ্ট প্রমাণ রয়েছে’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার তাদের উদ্ভাবিত কোভিড-১৯ টিকাকে যথেষ্ট নিরাপদ বলে দাবি করেছে। এই টিকা মানবদেহে ব্যবহারের পর যথেষ্ট ‍সুরক্ষা দেয়ার পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেছে। এমন দাবি করে ফাইজার টিকাটি যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ প্রশাসন (এফডিএ) থেকে জরুরি ব্যবহারের অনুমোদনের জন্য আবেদন করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যালবার্ট বোরলা মঙ্গলবার এ তথ্য জানান। খবর সিএনএনের।

কোভিড ১৯-এর টিকার অগ্রগতি নিয়ে গত সপ্তাহে মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার জানায়, তাদের টিকা করোনাভাইরাস থেকে ৯০ শতাংশ পর্যন্ত সুরক্ষা দিতে পারে। ওই সময়ে তারা জানায়, তারা এফডিএর কাছে এই টিকার অনুমোদন চাওয়ার আগে যথেষ্ট সুরক্ষা তথ্য পাওয়ার জন্য অপেক্ষা করবে।

মঙ্গলবার নিউইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে ফাইজারের সিইও বোরলা বলেন, ‘আমি মনে করি, সুরক্ষা সম্পর্কিত প্রশ্নগুলোর উত্তর দেয়া হয়েছে। আমাদের সুরক্ষা মাইলফলক ইতিমধ্যে অর্জন করা হয়েছে। আমরা এখন টিকা অনুমোদন চাওয়ার জন্য তা জমা দিতে প্রস্তুতি নিচ্ছি।’

যুক্তরাষ্ট্রের আরেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি মডার্না গত সোমবার তাদের করোনা টিকার তৃতীয় ধাপের প্রাথমিক ফল প্রকাশ করেছে। তাদের দাবি, টিকা পরীক্ষার প্রাথমিক ফলে ৯৪ দশমিক ৫ শতাংশ কার্যকারিতা দেখা গেছে। এটিকে অসাধারণ মাইলফলক হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি।

এই দুটি টিকা নিয়ে আশাবাদী ফাউসি সিএনএনকে বলেন, আমেরিকার নাগরিকরা ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে টিকা পেতে শুরু করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ

‘ফাইজারের টিকা নিরাপদ, যথেষ্ট প্রমাণ রয়েছে’

আপডেট সময় ০৫:১৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার তাদের উদ্ভাবিত কোভিড-১৯ টিকাকে যথেষ্ট নিরাপদ বলে দাবি করেছে। এই টিকা মানবদেহে ব্যবহারের পর যথেষ্ট ‍সুরক্ষা দেয়ার পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেছে। এমন দাবি করে ফাইজার টিকাটি যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ প্রশাসন (এফডিএ) থেকে জরুরি ব্যবহারের অনুমোদনের জন্য আবেদন করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যালবার্ট বোরলা মঙ্গলবার এ তথ্য জানান। খবর সিএনএনের।

কোভিড ১৯-এর টিকার অগ্রগতি নিয়ে গত সপ্তাহে মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার জানায়, তাদের টিকা করোনাভাইরাস থেকে ৯০ শতাংশ পর্যন্ত সুরক্ষা দিতে পারে। ওই সময়ে তারা জানায়, তারা এফডিএর কাছে এই টিকার অনুমোদন চাওয়ার আগে যথেষ্ট সুরক্ষা তথ্য পাওয়ার জন্য অপেক্ষা করবে।

মঙ্গলবার নিউইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে ফাইজারের সিইও বোরলা বলেন, ‘আমি মনে করি, সুরক্ষা সম্পর্কিত প্রশ্নগুলোর উত্তর দেয়া হয়েছে। আমাদের সুরক্ষা মাইলফলক ইতিমধ্যে অর্জন করা হয়েছে। আমরা এখন টিকা অনুমোদন চাওয়ার জন্য তা জমা দিতে প্রস্তুতি নিচ্ছি।’

যুক্তরাষ্ট্রের আরেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি মডার্না গত সোমবার তাদের করোনা টিকার তৃতীয় ধাপের প্রাথমিক ফল প্রকাশ করেছে। তাদের দাবি, টিকা পরীক্ষার প্রাথমিক ফলে ৯৪ দশমিক ৫ শতাংশ কার্যকারিতা দেখা গেছে। এটিকে অসাধারণ মাইলফলক হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি।

এই দুটি টিকা নিয়ে আশাবাদী ফাউসি সিএনএনকে বলেন, আমেরিকার নাগরিকরা ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে টিকা পেতে শুরু করবেন।