আকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় তানিয়া আক্তার (২৫) নামে এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার পৌরসভার ৭নং ওয়ার্ডের হরিণহাটি এলাকার শাজাহানের বাসা থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।
সোমবার রাতে স্বামী ইব্রাহিম স্ত্রী তানিয়াকে গলায় ওড়না দিয়ে শ্বাসরোধে হত্যা করে মরদেহ বিছানায় রেখে পালিয়ে যায় বলে জানায় পুলিশ।
নিহত তানিয়া সিরাজগঞ্জের কাজীপুর থানার তিনগাছা এলাকার ইব্রাহিম মিয়ার স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে কালিয়াকৈর পৌরসভার হরিণহাটি এলাকায় শাজাহানের বাসায় ভাড়া থেকে স্থানীয় কারখানায় চাকরি করতেন। স্বামী ইব্রাহিম রাজমিস্ত্রির কাজ করেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের কাজীপুর থানার তিনগাছা এলাকার নুরুল ইসলামের ছেলে ইব্রাহিম মিয়ার সঙ্গে একই উপজেলার কোটবন্দি এলাকার শহিদুল ইসলামের মেয়ে তানিয়ার চার বছর আগে বিয়ে হয়।
তারা কয়েক মাস আগে কালিয়াকৈরে কাজের সন্ধানে আসেন। হরিণাহাটি শাজাহানের বাড়িতে ভাড়া থেকে স্ত্রী কারখানায় ও স্বামী রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন।
রাতের কোনো একসময় স্বামী ইব্রাহিম স্ত্রী তানিয়াকে গলায় ওড়না দিয়ে শ্বাসরোধে হত্যা করে মরদেহ বিছানায় রেখে পালিয়ে যায়।
সকালে বাড়ির লোকজন তানিয়ার মরদেহ দেখে পুলিশে খবর দেন।
কালিয়াকৈর থানার এসআই ভজন চন্দ্র রায় জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তবে ধারণা করা হচ্ছে, স্বামী স্ত্রীকে খুন করে পালিয়েছে। মরদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























