আকাশ জাতীয় ডেস্ক:
শেরপুরের ঝিনাইগাতীতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আব্দুল জলিল (৫৫) নামে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার সন্ধ্যায় ওই থানায় মামলাটি ডাইরিভূক্ত হয়। অভিযুক্ত আব্দুল জলিল উপজেলার কাংশা ইউনিয়নের গান্দিগাঁও গ্রামের মৃত ইনছার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানান, ওই পল্লী চিকিৎসক স্থানীয় হওয়ায় অবাধে মানুষের বাড়িতে গিয়ে মানুষকে চিকিৎসা দেন। গত ৬ নভেম্বর শনিবার আব্দুল জলিল পান খাওয়ার অজুহাতে পার্শবতী হালচাটি গ্রামের ওই গৃহবধূ’র বাড়িতে যায়। এসময় বাড়িতে অন্যকেউ না থাকার সুবাধে ২ সন্তানের জননী গৃহবধূকে (২৮) ধর্ষণ করে। গৃহবধূর ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষক আব্দুল জলিল সটকে পরে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফায়েজুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় মামলাটি ডায়েরীভূক্ত করা হয়েছে।ধর্ষিতা গৃহবধূকে ডাক্তারী পরীক্ষার জন্য রবিবার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করার চেষ্টা চলছে।
আকাশ নিউজ ডেস্ক 























