ঢাকা ১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা তারেক রহমানের জনসভাস্থলে নিরাপত্তা জোরদার ২০৫০ সালের মধ্যে তীব্র তাপদাহের শিকার হতে পারে বাংলাদেশসহ বিশ্বের অর্ধেক মানুষ গ্রিসে বিস্কুট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ জনের মৃত্যু ক্ষমতায় গেলে যশোর শহরকে সিটি করপোরেশনে উন্নীত করা হবে : জামায়াত আমির কেন্দ্র দখল করে ফলাফল আদায়ের কোনো সুযোগ নেই: ইসি সানাউল্লাহ এবারের রমজান গতবারের চেয়ে স্বস্তিদায়ক হবে: বাণিজ্য উপদেষ্টা নতুন ফ্যাসিস্ট শক্তির ঐক্য তৈরি হয়েছে: আসিফ মাহমুদ প্রবাসীরা বিদেশি বিনিয়োগ আনলে মিলবে নগদ প্রণোদনা ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে আনতে হবে: তারেক রহমান

‘ডিএসই ইনভেস্টর ক্লাব’ বন্ধে বিটিআরসির চিঠি

আকাশ জাতীয় ডেস্ক: 

পুঁজিবাজারে ‘গুজব’ বিনিয়োগকারীদের সর্বশান্ত করে দেয়। তাই গুজব ঠেকাতে ‘ডিএসই ইনভেস্টর ক্লাব’ ফেসবুক গ্রুপটি বন্ধ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সহায়তা চেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে একটি অসাধু চক্র সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে গুজব ছড়িয়ে পুঁজিবাজার থেকে মুনাফা হাতিয়ে নিয়ে কেটে পড়ে। পরে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্থ হয়। তারা পুঁজি হারিয়ে সর্বশান্ত হয়ে পড়ে। এতে বাজারের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ঠেকাতে তৎপর হয়ে উঠেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এর আগেও এ বিষয়ে বিটিআরসির সহায়তা চেয়েছিল বিএসইসি। এবার আবারও দুটি গ্রুপ বন্ধ করতে বৃহস্পতিবার বিটিআরসিকে চিঠি দিয়েছে তারা।

বিএসইসি সূত্রে জানা গেছে, সম্প্রতি সময়ে ‘ডিএসই ইনভেস্টর ক্লাব’ ফেসবুক গ্রুপ থেকে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। তাছাড়া ‘শেয়ার মার্কেট প্রফিট গেইনার’ নামে অপর একটি গ্রুপেও বিনিয়োগকারীদের নানা কোম্পানির শেয়ার কেনাবেচার জন্য উৎসাহ দেয়া হচ্ছে। যা বিনিয়োগকারীদের সঠিক বিনিয়োগের জন্য বিভ্রান্তিতে ফেলছে। এসব বিষয় নজরে আসে কমিশনের। ফলে কমিশন তরিৎ গতিতে এসব গ্রুপ বা পেইজ বন্ধ করতে বিটিআরসিকে জানায়। গ্রুপ বন্ধ হলে বিনিয়োগকারীদের জন্য তাদের নিজস্ব সিদ্ধান্ত নিতে সহজ হবে। যার মাধ্যমে বাজারে আস্থা ধরে রাখা সম্ভব হবে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কয়েকটি গ্রুপ বা পেইজ থেকে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার পায়তারা চালাচ্ছে। বিষয়টি বিএসইসির নজরে আসলে তা বন্ধ করার জন্য বিটিআরসিকে জানানো হয়েছে।

এদিকে, গত সেপ্টেম্বরের শুরুতে বিএসইসি একটি আদেশ জারি করে। ওই আদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব ব্যক্তি বিএসইসি, ডিএসই, সিএসইর লোগো ব্যবহার করছে তাদের বিরত থাকতে বলা হয়েছে। একইসঙ্গে কোনো শেয়ারের মূল্য ওঠানামার পূর্বাভাস, অনুমান নির্ভর তথ্য, কোনো কোম্পানির অপ্রকাশিত তথ্য প্রচার থেকে বিরত থাকতে বলা হয়েছে। এরপরও যদি কারো বিরুদ্ধে এ ধরনের কর্মকান্ড পরিচালনার প্রমাণ পাওয়া যায় তাহলে দ্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একইসঙ্গে অভিযুক্তদের ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর আওতায় আনা হবে। আদেশ জারির আগে ও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়টি গ্রুপ বা পেইজ গুজব ছড়িয়ে যাচ্ছে তার একটি তালিকা করেছে বিএসইসি। এর মধ্যে ‘ডিসিশন মেকার’ নামের একটি গ্রুপ বন্ধ করার জন্য কিছুদিন আগে বিটিআরসিকে জানায় বিএসইসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

‘ডিএসই ইনভেস্টর ক্লাব’ বন্ধে বিটিআরসির চিঠি

আপডেট সময় ০৩:৪১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০

আকাশ জাতীয় ডেস্ক: 

পুঁজিবাজারে ‘গুজব’ বিনিয়োগকারীদের সর্বশান্ত করে দেয়। তাই গুজব ঠেকাতে ‘ডিএসই ইনভেস্টর ক্লাব’ ফেসবুক গ্রুপটি বন্ধ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সহায়তা চেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে একটি অসাধু চক্র সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে গুজব ছড়িয়ে পুঁজিবাজার থেকে মুনাফা হাতিয়ে নিয়ে কেটে পড়ে। পরে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্থ হয়। তারা পুঁজি হারিয়ে সর্বশান্ত হয়ে পড়ে। এতে বাজারের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ঠেকাতে তৎপর হয়ে উঠেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এর আগেও এ বিষয়ে বিটিআরসির সহায়তা চেয়েছিল বিএসইসি। এবার আবারও দুটি গ্রুপ বন্ধ করতে বৃহস্পতিবার বিটিআরসিকে চিঠি দিয়েছে তারা।

বিএসইসি সূত্রে জানা গেছে, সম্প্রতি সময়ে ‘ডিএসই ইনভেস্টর ক্লাব’ ফেসবুক গ্রুপ থেকে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। তাছাড়া ‘শেয়ার মার্কেট প্রফিট গেইনার’ নামে অপর একটি গ্রুপেও বিনিয়োগকারীদের নানা কোম্পানির শেয়ার কেনাবেচার জন্য উৎসাহ দেয়া হচ্ছে। যা বিনিয়োগকারীদের সঠিক বিনিয়োগের জন্য বিভ্রান্তিতে ফেলছে। এসব বিষয় নজরে আসে কমিশনের। ফলে কমিশন তরিৎ গতিতে এসব গ্রুপ বা পেইজ বন্ধ করতে বিটিআরসিকে জানায়। গ্রুপ বন্ধ হলে বিনিয়োগকারীদের জন্য তাদের নিজস্ব সিদ্ধান্ত নিতে সহজ হবে। যার মাধ্যমে বাজারে আস্থা ধরে রাখা সম্ভব হবে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কয়েকটি গ্রুপ বা পেইজ থেকে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার পায়তারা চালাচ্ছে। বিষয়টি বিএসইসির নজরে আসলে তা বন্ধ করার জন্য বিটিআরসিকে জানানো হয়েছে।

এদিকে, গত সেপ্টেম্বরের শুরুতে বিএসইসি একটি আদেশ জারি করে। ওই আদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব ব্যক্তি বিএসইসি, ডিএসই, সিএসইর লোগো ব্যবহার করছে তাদের বিরত থাকতে বলা হয়েছে। একইসঙ্গে কোনো শেয়ারের মূল্য ওঠানামার পূর্বাভাস, অনুমান নির্ভর তথ্য, কোনো কোম্পানির অপ্রকাশিত তথ্য প্রচার থেকে বিরত থাকতে বলা হয়েছে। এরপরও যদি কারো বিরুদ্ধে এ ধরনের কর্মকান্ড পরিচালনার প্রমাণ পাওয়া যায় তাহলে দ্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একইসঙ্গে অভিযুক্তদের ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর আওতায় আনা হবে। আদেশ জারির আগে ও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়টি গ্রুপ বা পেইজ গুজব ছড়িয়ে যাচ্ছে তার একটি তালিকা করেছে বিএসইসি। এর মধ্যে ‘ডিসিশন মেকার’ নামের একটি গ্রুপ বন্ধ করার জন্য কিছুদিন আগে বিটিআরসিকে জানায় বিএসইসি।