আকাশ জাতীয় ডেস্ক :
জনগণের আকাঙ্ক্ষা পূরণ, জুলাইয়ের স্বপ্ন পূরণ ও ব্যবসায়ীদের চাঁদাবাজ থেকে মুক্ত করার জন্য দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার সকালে যাশোর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে যশোর শহরকে সিটি করপোরেশনে উন্নীত করা হবে।
জামায়াত আমির বলেন, গণভোটে ভেতরে ভেতরে কেউ নাখোস। গণভোটে হ্যাঁ জয়ী হলে দলীয় চাঁদাবাজের রমরমা ব্যবসা চলবে না। কিন্তু মুখ খুলে বলতে পারছে না। কারণ ১৮ কোটি মানুষ গণভোটের পক্ষে। ১২ তারিখ প্রথম ভোট হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। হ্যাঁ ভোট পরাজিত হলে বাংলাদেশ হেরে যাবে। গণভোটে হ্যাঁ ভোট বিজয় হলে বাংলাদেশ বিজয় হবে। হ্যাঁ ভোট হেরে গেলে সরকার গঠন করে কোনো লাভ হবে না।
ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনী প্রচারে গেলে নারীদের হেনস্থা করা, ইভটিজিং করতে দেব না। তারা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে কমিশনে জানান। কিন্তু এভাবে চলতে থাকলে যেখানেই মা বোনদের হেনস্থা করা হবে, সেখানেই প্রতিরোধ করা হবে।
নির্বাচন কমিশনকে উদ্দেশ করে তিনি জানান, তারা জনগণের হয়ে দায়িত্ব পালন করবেন, কোনো দলের হয়ে না।
একই জনসভায় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, একটি অপশক্তি জুলাই সনদ বাস্তবায়ন না করে আবার দুর্নীতি, অপশাসন করে গণভোটে না ভোটের ক্যাম্পেইন করছে।
আকাশ নিউজ ডেস্ক 


















