ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ

রোনালদোর চোটের ম্যাচে জুভেন্টাসের ড্র

আকাশ স্পোর্টস ডেস্ক:

চলতি মৌসুমে সিরি-আ’তে চার ম্যাচে ছয় গোল করে দুরন্ত ফর্মে তিনি। রবিবার লাজিওর বিরুদ্ধেও ১৫তম মিনিটে জুভেন্টাসকে এগিয়ে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু শেষরক্ষা হয়নি। ৭৬তম মিনিটে চোটের কারণে সিআর সেভেন উঠে যাওয়ার পরেই ছবিটা বদলে যায়। সংযুক্ত সময়ে গোল করে ১-১ করেন ফিলিপে কাইসিয়েদো।

লাজিওর বিরুদ্ধে জয় হাতছাড়া করার চেয়েও জুভেন্টাস শিবিরে বেশি চিন্তা রোনালদোকে নিয়ে। গোঁড়ালিতে চোট লেগেছে এই মুহূর্তে ২৭ গোল করে ২০২০ সালে ইউরোপীয় লিগ ফুটবলের সর্বোচ্চ গোলদাতার আসন দখলে রাখা সিআর সেভেনের। যদিও ইতালীয় সংবাদমাধ্যমের দাবি, তাঁর চোট খুব একটা গুরুতর নয়। কিন্তু জুভেন্টাস ম্যানেজার আন্দ্রেয়া পিরলো কোনও ঝুঁকি নিতে চাননি বলেই না কি রোনালদোকে তুলে পাওলো দিবালাকে নামান।

রবিবার লাজিওর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে আট মিনিটেই গোল পেতে পারতেন রোনালদো। কিন্তু তাঁর ডান পায়ের শট গোলে ঢোকার আগেই আটকে দেন বিপক্ষের ডিফেন্ডারেরা। ১৫ মিনিটে খুয়ান কুয়াদ্রাদোর পাস থেকে গোল করেন সিআর সেভেন।

ম্যাচের পরে সংবাদ সম্মেলনে পিরলো বলেছেন, ‘রোনালদো শুধু আমাদের নয়, যে দলে খেলবে তাদেরই প্রধান অস্ত্র হবে। গোঁড়ালিতে চোট পাওয়ায় ওর খেলতে সমস্যা হচ্ছিল। তাই বাধ্য হয়েছিলাম তুলে নিতে।’

সংযুক্ত সময়ের পাঁচ মিনিটে গোল খেয়ে যেভাবে নিশ্চিত জয় হাতছাড়া করেছে জুভেন্টাস, তা একেবারেই মেনে নিতে পারছেন না তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ

রোনালদোর চোটের ম্যাচে জুভেন্টাসের ড্র

আপডেট সময় ০৮:৩১:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০

আকাশ স্পোর্টস ডেস্ক:

চলতি মৌসুমে সিরি-আ’তে চার ম্যাচে ছয় গোল করে দুরন্ত ফর্মে তিনি। রবিবার লাজিওর বিরুদ্ধেও ১৫তম মিনিটে জুভেন্টাসকে এগিয়ে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু শেষরক্ষা হয়নি। ৭৬তম মিনিটে চোটের কারণে সিআর সেভেন উঠে যাওয়ার পরেই ছবিটা বদলে যায়। সংযুক্ত সময়ে গোল করে ১-১ করেন ফিলিপে কাইসিয়েদো।

লাজিওর বিরুদ্ধে জয় হাতছাড়া করার চেয়েও জুভেন্টাস শিবিরে বেশি চিন্তা রোনালদোকে নিয়ে। গোঁড়ালিতে চোট লেগেছে এই মুহূর্তে ২৭ গোল করে ২০২০ সালে ইউরোপীয় লিগ ফুটবলের সর্বোচ্চ গোলদাতার আসন দখলে রাখা সিআর সেভেনের। যদিও ইতালীয় সংবাদমাধ্যমের দাবি, তাঁর চোট খুব একটা গুরুতর নয়। কিন্তু জুভেন্টাস ম্যানেজার আন্দ্রেয়া পিরলো কোনও ঝুঁকি নিতে চাননি বলেই না কি রোনালদোকে তুলে পাওলো দিবালাকে নামান।

রবিবার লাজিওর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে আট মিনিটেই গোল পেতে পারতেন রোনালদো। কিন্তু তাঁর ডান পায়ের শট গোলে ঢোকার আগেই আটকে দেন বিপক্ষের ডিফেন্ডারেরা। ১৫ মিনিটে খুয়ান কুয়াদ্রাদোর পাস থেকে গোল করেন সিআর সেভেন।

ম্যাচের পরে সংবাদ সম্মেলনে পিরলো বলেছেন, ‘রোনালদো শুধু আমাদের নয়, যে দলে খেলবে তাদেরই প্রধান অস্ত্র হবে। গোঁড়ালিতে চোট পাওয়ায় ওর খেলতে সমস্যা হচ্ছিল। তাই বাধ্য হয়েছিলাম তুলে নিতে।’

সংযুক্ত সময়ের পাঁচ মিনিটে গোল খেয়ে যেভাবে নিশ্চিত জয় হাতছাড়া করেছে জুভেন্টাস, তা একেবারেই মেনে নিতে পারছেন না তিনি।