আকাশ স্পোর্টস ডেস্ক:
নভেম্বরে মাঠে গড়াচ্ছে বিসিবি আয়োজিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। স্থানীয় ক্রিকেটারদের নিয়ে গঠিত পাঁচ দলের এই টুর্নামেন্টে প্রতি দলে থাকছে একজন করে আইকন প্লেয়ার। তবে গুঞ্জন আছে আইকন তালিকায় নেই মাশরাফি বিন মুর্তজার নাম। যদিও বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জানিয়েছেন চোটের কারণেই তার অন্তর্ভূক্তি নিয়ে সংশয় কিন্তু এখনই বলার উপায় নেই আইকন হচ্ছেন না মাশরাফি।
পাঁচ দলের এই টুর্নামেন্ট সামনে রেখে স্পন্সর চেয়ে দরপত্র আহ্বান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যার শেষ সময় ছিল রবিবার (০১ নভেম্বর)। স্পন্সর চূড়ান্ত হলেই দল নির্বাচন সহ অন্যান্য কার্যক্রমে গতি বাড়বে। প্লেয়ার ড্রাফট হবে নাকি বিসিব প্রেসিডেন্টস কাপের মত দল গঠন করে দিবে নির্বাচকরা এখনো এই সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বোর্ড।
তবে যে পদ্ধতিতেই খেলোয়াড়দের নির্বাচন করা হোক না কেন তার আগে ফিটনেস টেস্টে পাশ করতে হবে। স্পন্সরদের একটি ফিট দল দিতেই এমন সিদ্ধান্ত, এতে করে ভারসাম্য তৈরি হতে পারে দলগুলোতে।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘এটাতো (ফিটনেস টেস্ট) খুবই গুরুত্বপূর্ণ কারণ কার কি ইনজুরি আছে জানা প্রয়োজন। যেহেতু যারা টিম স্পন্সর করবে তারা ফুল ফিট একটা দলই আশা করে। এ জন্যই ফিটনেস টেস্টটা বেশ গুরুত্বপূর্ণ।’
এদিকে দিন কয়েক আগে হ্যামস্ট্রিং চোটে পড়া মাশরাফির আইকন হওয়া নিয়ে আছে সংশয়। করোনা পরবর্তী টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়েই মাঠে ফেরার কথা তার। পাঁচ আইকন তালিকায় মাশরাফির নাম আছে কীনা এমন প্রশ্নের জালাল ইউনুস দিয়েছেন কৌশলী উত্তর, ‘মাশরাফির নাম নেই এরকম কথাও বলা যাচ্ছে না। মাশরাফি বলেছে সে আনফিট। যেহেতু তার ইনজুরির একটা ব্যাপার আছে।’
‘এর মধ্যে যদি সে ফিট হয়ে যায়, এসে যদি রিপোর্ট করে সে ঠিকঠাক আছে তাইলে সে থাকবে। আর আইকন এখনো অনিশ্চিত। এটা মোটামুটি সবাই জানে কোন পাঁচটা হতে পারে। ধারণা থেকে বলা হচ্ছে কিন্তু আমরা যখন আনুষ্ঠানিকভাবে যখন বরবো তখনই বুঝতে পারবেন কারা হচ্ছে।’
আকাশ নিউজ ডেস্ক 

























