অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের গণহত্যার প্রতিবাদে ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতায় আজ স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অব ইন্ডিয়া বা এসআইও’র পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল থেকে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি’র বিরুদ্ধে স্লোগানে উত্তাল হয়ে ওঠেন প্রতিবাদী জনতা। মিছিলে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে ক্ষুব্ধ জনতা ‘অং সান সু চি নিপাত যাক, দূর হটো, মুর্দাবাদ, কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও, শেম শেম, ধিক-ধিক-ধিক্কার, ‘সু চি’র বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচার চাই’ ইত্যাদি স্লোগান দেন।
‘মিয়ানমার সরকার সভ্যতার লজ্জা’
বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গের আমীর মুহাম্মদ নূরুদ্দিন বলেন, ‘গোটা বিশ্বের সামনে মিয়ানমার সরকার সভ্যতার লজ্জা। তারা সামরিক বাহিনী দিয়ে মুসলিমদের উপরে জুলুম, নির্যাতন চালাচ্ছে, তাদের হত্যা করা হচ্ছে। এতে সরাসরি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। কিন্তু বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো এ নিয়ে মুখে কুলুপ এঁটে বসে আছে।
তিনি বলেন, ‘ইরাকের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হয়, আফগানিস্তানের ওপরে চাপ সৃষ্টি করা হয়, সেখানে ‘শান্তি বাহিনী’ পাঠিয়ে বোমা ফেলা হয়, লাখ লাখ মানুষকে হত্যা করা হয় কিন্তু মিয়ানমার সরকার যে হত্যাকাণ্ড চালাচ্ছে সেখানে কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না।’
মুহাম্মদ নূরুদ্দিন বলেন, ‘অবিলম্বে মিয়ানমার সরকারের জাতি নির্মূলকরণ অভিযান বন্ধ করতে হবে। অন্যথায় মিয়ানমার সরকারের পতন ঘটাতে হবে।’ গণহত্যা বন্ধ না হলে তাদের বড় ক্ষতির জন্য অপেক্ষা করতে হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
‘রোহিঙ্গাদের ওপর হত্যাকাণ্ড মানবতাবিরোধী অপরাধ’
এসআইও পশ্চিমবঙ্গ শাখার রাজ্য সভাপতি ওসমান গনি বলেন, ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের ওপর যে নৃশংস হত্যাকাণ্ড চালানো হচ্ছে তা মানবতাবিরোধী অপরাধ। এই গণহত্যায় জড়িত অপরাধীদের আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ ও মিয়ানমারের প্রতিবেশী দেশগুলোর নিস্ক্রিয়তা অত্যন্ত নিন্দনীয়। আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘকে অবিলম্বে নির্যাতিত-নিপীড়িত, ঘরছাড়া রোহিঙ্গা মুসলমানদের পাশে দাঁড়িয়ে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।’
বিক্ষোভ সমাবেশে সাপ্তাহিক ‘মীযান’ পত্রিকার সম্পাদক ডাঃ মসিহুর রহমান, কোলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইদুর রহমান, বন্দিমুক্তি কমিটির রাজ্য কনভেনর ছোটন দাস, মিল্লি ইত্তেহাদ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, এসআইও’র কেন্দ্রীয় পরামর্শ পরিষদের সাবেক সদস্য সাদাব মাসুম, এসআইও’র রাজ্য শিক্ষাঙ্গন সম্পাদক রামিজ রাজা, এসআইও’র রাজ্য সংগঠন সম্পাদক সেখ খালিদ আলি প্রমুখ উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 



















