ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চার-ছক্কা মেরেই টি-টোয়েন্টিতে গেইলের ১০ হাজার রান!

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ‘ইউনিভার্স বস’ হিসেবেই বেশ পরিচিত ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল। ক্যারিবীয় এই ব্যাটিং দানব টি-টোয়েন্টিতে চার আর ছক্কার সাহায্যে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।

সংযুক্ত আরব আমিরাতে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরের ৩১তম ম্যাচে নেমেই এ রেকর্ড গড়েন কিংস ইলেভেন পাঞ্জাবের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল।

চলতি আইপিএলে পাঞ্জাবের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমে ৪৫ বলে এক চার আর পাঁচটি দৃষ্টিনন্দন ছক্কায় ৫৫ রান করেন গেইল। এদিন এক বাউন্ডারি আর পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকানোর মধ্য দিয়ে টি-টোয়েন্টিতে চার-ছক্কায় ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন গেইল।

ক্রিকেটের ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ক্রিস গেইল আইপিএল, বিপিএল, সিপিএল, পিএসএলসহ বিশ্বের বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে নিয়মিত খেলে থাকেন।

ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে ৪০৫ ম্যাচে অংশ নিয়ে রেকর্ড ২২টি সেঞ্চুরির সাহায্যে ১০২৭টি চার আর ৯৮৩ ছক্কার সাহায্যে সবচেয়ে বেশি ১৩ হাজার ৩৪৯ রান সংগ্রহ করেছেন গেইল।

জাতীয় দলের হয়ে ৪২টি সেঞ্চুরির সাহায্যে ওয়েস্ট ইন্ডিজের হয়ে তৃতীয় সর্বোচ্চ ১৯ হাজার ৩২১ রান সংগ্রহ করেছেন গেইল। ক্যারিবীয় ব্যাটসম্যানদের মধ্যে রান সংগ্রহে গেইলের চেয়ে একধাপ এগিয়ে রয়েছেন কিংবদন্তি ব্রায়ান লারা ও শিবনারায়ণ চন্দরপল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চার-ছক্কা মেরেই টি-টোয়েন্টিতে গেইলের ১০ হাজার রান!

আপডেট সময় ০৮:২৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ‘ইউনিভার্স বস’ হিসেবেই বেশ পরিচিত ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল। ক্যারিবীয় এই ব্যাটিং দানব টি-টোয়েন্টিতে চার আর ছক্কার সাহায্যে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।

সংযুক্ত আরব আমিরাতে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরের ৩১তম ম্যাচে নেমেই এ রেকর্ড গড়েন কিংস ইলেভেন পাঞ্জাবের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল।

চলতি আইপিএলে পাঞ্জাবের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমে ৪৫ বলে এক চার আর পাঁচটি দৃষ্টিনন্দন ছক্কায় ৫৫ রান করেন গেইল। এদিন এক বাউন্ডারি আর পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকানোর মধ্য দিয়ে টি-টোয়েন্টিতে চার-ছক্কায় ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন গেইল।

ক্রিকেটের ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ক্রিস গেইল আইপিএল, বিপিএল, সিপিএল, পিএসএলসহ বিশ্বের বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে নিয়মিত খেলে থাকেন।

ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে ৪০৫ ম্যাচে অংশ নিয়ে রেকর্ড ২২টি সেঞ্চুরির সাহায্যে ১০২৭টি চার আর ৯৮৩ ছক্কার সাহায্যে সবচেয়ে বেশি ১৩ হাজার ৩৪৯ রান সংগ্রহ করেছেন গেইল।

জাতীয় দলের হয়ে ৪২টি সেঞ্চুরির সাহায্যে ওয়েস্ট ইন্ডিজের হয়ে তৃতীয় সর্বোচ্চ ১৯ হাজার ৩২১ রান সংগ্রহ করেছেন গেইল। ক্যারিবীয় ব্যাটসম্যানদের মধ্যে রান সংগ্রহে গেইলের চেয়ে একধাপ এগিয়ে রয়েছেন কিংবদন্তি ব্রায়ান লারা ও শিবনারায়ণ চন্দরপল।