অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন মাইনকাচিপায় আছে। তিনি বলেন, ‘বিএনপি জানে আগামী জাতীয় নির্বাচনে তাঁরা হেরে যাবে। আবার জ্বালাও-পোড়াও করেও রেহাই পাবে না। তাঁরা এখন উভয় সংকটে।’
আজ বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। ওবায়দুল কাদের বিএনপির রাজনীতি সম্পর্কে আরো বলেন, ‘বিএনপির রাজনীতি এখন চোরাবালির অন্ধকার গলিতে হারিয়ে গেছে। তাঁরা এখন খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করছে।’
এবার মানুষ বেশ স্বস্তির সঙ্গে ঈদ করেছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘নিরাপত্তার সঙ্গে মানুষ গ্রামে গেছে এবং ঢাকায় ফিরেছে। ঈদে ঘরমুখো মানুষকে কোনো দুর্ভোগ পোহাতে হয়নি। ছিল না কোনো যানজটও।’
অন্যান্য ঈদে সড়ক দুর্ঘটনায় অনেক মানুষের প্রাণ যায় স্বীকার করে মন্ত্রী বলেন, ‘সেই তুলনায় এবার সড়ক দুর্ঘটনা অনেক কম হয়েছে।’
আকাশ নিউজ ডেস্ক 



















