অাকাশ জাতীয় ডেস্ক:
ক্রমাগত হামলা-নির্যাতনের মুখে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গা পরিস্থিতি সামাল দিতে সরকার কোনো কার্যকর উদ্যোগ নিতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপি নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী বলছেন, তিনি আন্তর্জাতিক চাপ সৃষ্টির জন্য চেষ্টা করছেন কিন্তু কার্যকর কোনো উদ্যোগ নেই। বার্মারাজ চাচ্ছে, চলে যাও নইলে হত্যার শিকার হও। ওরা মরুক, ওরা পচুক, নাফ নদীর পানিতে ভেসে যাক, কারো কোনো দায়দায়িত্ব নেই।’
আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত রোহিঙ্গা হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে মানববন্ধনে রিজভী এসব কথা বলেন।
বিএনপির নেতা বলেন, এই যে উদ্বেগ-উৎকণ্ঠা এটা তো শুধু আজকের বিষয় নয়, দশকের পর দশক এই অত্যাচার হয়েছে। শুধু দশকের পর দশক বলব না, শতাব্দীর পর শতাব্দী। বার্মারা এক সময় আমাদের চট্টগ্রাম দখল করেছিল, শায়েস্তা খানের সেনাপতি ওমেদ খান চট্টগ্রাম পুনরুদ্ধার করেছিলেন। এটা আর কতদিন চলবে, আরাকান দখল করে এমন বিভৎসতা তৈরি করেছিল, এটা ভাবা যায় না। বার্মারাজ দাবি করেছিলেন, চট্টগ্রাম, ঢাকা ও মুর্শিদাবাদ তাদের দিয়ে দিতে ।
রিজভী আহমেদ অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী চাচ্ছেন, কূটনৈতিক সমাধান। কিন্তু কতদিন বছরের পর বছর উদ্ধাস্তু হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আসছে। আগে ৪ লাখের মতো এসেছে। ভারতে ৪০ হাজারের মতো, মোদি সরকার ঘোষণা দেন তাদেরও তাড়িয়ে দেবেন।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসিচব আরো বলেন, ঈদের দিনে রোহিঙ্গা শিশুরা এক টুকরো মাংসের জন্য কেঁদে ছিল, তার মা এক ফোঁটা পানিও দিতে পারেননি, মাংস তো দূরে থাক। কারবালায় যেমন পানি জোটেনি, সেই নতুন কারবালা তৈরি হয়েছে নাফ নদীর তীরে। রোহিঙ্গারা পানিহীন, বস্ত্রহীন, চিকিৎসাহীন। আমরা এই অন্যায়ের তীব্র নিন্দা জানাচ্ছি।
আকাশ নিউজ ডেস্ক 





















