আকাশ জাতীয় ডেস্ক:
ফেনীর ছাগলনাইয়ায় পরিবারের সদস্যের হাতেই নিগৃহীত হয়েছে চার বছরের শিশু। চিপস কিনে দেয়ার লোভ দেখিয়ে চার বছর বয়সী আপন ভাতিজিকে ধর্ষণ করেছে চাচা ইমন ফারুক বাদশা (২০)।
এ ঘটনায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ধর্ষক বাদশাকে শহরের বাঁশপাড়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। ধর্ষণের ঘটনায় শিশুর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
ছাগলনাইয়া থানার ওসি মো. মেজবাহ উদ্দিন আহমেদ জানান, গ্রেফতারকৃত বাদশা মাঝে মধ্যে সিএনজি অটোরিকশা চালালেও মূলত সে বখাটে। সোমবার দুপুরে চিপস কিনে দেয়ার লোভ দেখিয়ে নিজ কক্ষে নিয়ে চার বছর বয়সী আপন ভাতিজিকে ধর্ষণ করে লম্পট চাচা বাদশা। এতে অসুস্থ হয়ে পড়ে শিশু।
তিনি জানান, ঘটনা জানাজানি হওয়ার পর বৃহস্পতিবার বাদী হয়ে থানায় মামলা করেন শিশুর মা। শুক্রবার সন্ধ্যায় তার নেতৃত্বে এসআই নাঈম উদ্দিন ও এসআই জাহাঙ্গীর দর্জি বাঁশপাড়া এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক বাদশাকে গ্রেফতার করে। এদিকে শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানান ওসি।
আকাশ নিউজ ডেস্ক 
























