অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপি নেতারা মিথ্যা বলার প্রতিযোগিতায় নেমেছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি নেতাদের মিথ্যাচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক মানববন্ধনে তিনি এমন দাবি করেন।
তিনি বলেন, বিএনপি নেতারা মিথ্যা বলার প্রতিযোগিতায় নেমেছেন।গত কয়েকদিন ধরে মিরপুরের জঙ্গী আস্থানায় অভিযান সহ দেশের বিভিন্ন ইস্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সহ বিএনপির অন্যান্য নেতারা ক্রমাগত মিথ্যাচার করছেন।আর বিএনপি নেতা রিজভী আহেমেদ এখন যেভাবে মিথ্যাচার করছেন তা থেকে বুঝাযাচ্ছে মিথ্যাচার করার ক্ষেেএ তিনি মির্জা ফখরুলকে ও পেছনে ফেলেছেন।বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দৃষ্টি আকর্ষনের জন্যই তারা মিথ্যাচার করছেন।
বিএনপির মহাসচিবরা মিথ্যাচার করায় বেশি দিন বাঁচেননি দাবি করে ড. হাছান মাহমুদ বলেন, বেশি মিথ্যা বললে আয়ু কমে যায়। এজন্য বিএনপির মহাসচিবরা কেউ বেশি দিন বাচেননি। এটা আমার কথা নয়, দেশের আলেম ওলামারাই বলেন মিথ্যা বললে আয়ু কমে যায়।
বিএনপি সব সময় জঙ্গিদেরই পক্ষে কথা বলেছেন এমন দাবি করে তিনি বলেন, দেশে জঙ্গিদের উপর আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালালেই বিএনপির গাত্রদাহ শুরু হয়। পৃথিবীতে যেখানেই জঙ্গি তৎপরতা হয়েছে সেখানে সবাই ঐক্যবদ্ধ হয়ে এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আর বিএনপি সব সময়ই তাদের পাশে দাড়িয়েছে।
মায়ানমারের রোহিঙ্গা ইস্যুতে ড. হাছান মাহমুদ বলেন আমাদের দেশে বিভিন্ন সময় অনেক রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। আমাদের মত ছোট দেশে অন্য রাষ্ট্রের লোকদের আশ্রয় দেয়া আমাদের জন্য কষ্টসাধ্য। কিন্তু মানবিক দিক বিবেচনা করে তাদের আশ্রয় দেয়া হয়েছে। কারণ মায়ানমারে যেটা হচ্ছে সেটা অমানবিক কর্মকাণ্ড। এজন্য এই অমানবিক কর্মকান্ডের বিরুদ্ধে বিশ্বের বিবেকবানদের এগিয়ে আসা প্রয়োজন।আর মায়ানমার সরকারের দায়িত্ব রোহিঙ্গাদের তাদের দেশের নাগরিকত্বা প্রদান করা।
আয়োজক সংগঠনের সভাপতি চিত্ত রঞ্জন দাশের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, তাঁতি লীগের কার্যকরি সভাপতি সাধনা দাশ গুপ্তা, কুয়েত আওয়ামী লীগের সভাপতি সাদেক হোসেন, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, এম এ করিম প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 





















