আকাশ জাতীয় ডেস্ক:
সুখের আশায় প্রেম করে বিয়ে করেছিলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবার পৌর শহরের মেয়ে সূবর্ণা আক্তার (২০) ও মো. সজিব মিয়া। তবে, সূবর্ণার ঘোর কাটতে বেশি সময় লাগেনি। বিয়ের পর থেকে যৌতুক লোভী সুমনের নির্যাতন শুরু হয়।
প্রেম করে বিয়ের মাত্র দেড় বছর পেরুতে না পেরুতেই স্বামীর নির্যাতনের শিকার সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন গৃহবধূ সূবর্ণা আক্তার।
এ ঘটনায় পুলিশ ওই গৃহবধূর স্বামী সুমন মিয়া ও তার বাবা ফুল মিয়াকে গ্রেফতার করে। নিহতের স্বজনদের অভিযোগ স্বামীর নির্যাতন না সইতে পেরে সূবর্ণা আক্তার নিজ ঘরে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। পরে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন জানান, সুবর্ণার মায়ের অভিযোগের প্রেক্ষিতে যৌতুক লোভী স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন ও আত্মহত্যার প্ররোচনার দায়ে মামলা গ্রহণ করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























