আকাশ স্পোর্টস ডেস্ক:
দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের নিয়ে ত্রিদলীয় ওয়ানডে টুর্নামেন্ট শুরু হবে আগামী ১১ অক্টোবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে টুর্নামেন্টে অংশ নেবে ৩টি দল্ বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।
স্বাস্থ্যবিধি মেনে পুরো টুর্নামেন্ট মাঠে গড়াবে। ইতোমধ্যে টাইগাররা লাল বলে দুটি প্রস্তুতি ম্যাচ খেললেও এই টুর্নামেন্ট দিয়েই মূলত দেশের প্রতিযোগিতামূলক ক্রিকেট ফিরছে। ১১ অক্টোবর শুরু হয়ে টুর্নামেন্টের ইতি ঘটবে ২৩ অক্টোবর।
গণমাধ্যমের সাথে আলাপকালে নাজমুল হাসান পাপন বলেন, ‘১১ তারিখ থেকে আমরা টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছি। তিনটি দলের মধ্যে ওয়ানডে টুর্নামেন্ট হবে। এই তিন দলের মধ্যে সর্বোচ্চ যতজন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা যায় সেই চেষ্টা করা হবে।’
পাপন জানিয়েছেন, প্রতি দলে থাকবেন ১৫ জন করে খেলোয়াড়। তিনটি দলকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত। স্কোয়াডের প্রত্যেকে কমপক্ষে দুটি ম্যাচ খেলা সুযোগ পাবেন। দলগুলো গঠন করা হয়েছে এমন শর্ত রেখেই। শক্তিমত্তার বিচারে তিনটি দলেই ভারসাম্য রয়েছে বলে জানান বিসিবি সভাপতি।
তার ভাষ্য, ‘প্রতি দলে ১৫ জন করে খেলোয়াড় থাকবে, প্রত্যেককে অন্তত দুটি করে ম্যাচ খেলার সুযোগ পেতে হবে। এরকম কিছু শর্ত দিয়ে আমরা দল করছি। মোটামুটি সুন্দর দল হয়েছে বলে আমাদের ধারণা।’
উল্লেখ্য, ত্রিদলীয় ওয়ানডে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ অনলাইনে সম্প্রচার করা হবে। ফাইনাল ম্যাচ দেখানো হবে টেলিভিশনের পর্দায়।
আকাশ নিউজ ডেস্ক 

























