আকাশ স্পোর্টস ডেস্ক:
জাতীয় দলের দ্বিতীয় দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে উজ্জ্বল ছিলেন রায়ান কুক একাদশের পেসার তাসকিন আহমেদ। অন্যদিকে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ওটিস গিবসন একাদশের ইমরুল কায়েস ও মাহমউদুল্লাহ রিয়াদ।
মিরপুরে আগে ব্যাট করতে নেমে দলীয় ৩২ রানের মধ্যে সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্তর উকেকেট তুলে নেন তাসকিন। এরপর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। পরে আবার খেলা শুরু হয়।
ইমরুল-মাহমুদউল্লাহ তৃতীয় উইকেটে ভালো প্রতিরোধ গড়েন। ইমরুল ৬০ রান করে তাসকিনের তৃতীয় শিকারে পরিণত হন। এরপর মাহমুদউল্লাহ ৫৬ রান করে বিদায় নেন। লিটন দাস করেন ৪৪ রান।
সৌম্য সরকার ২৬ রান করে দিনের শেষ দিকে এসে আউট হন। দিন শেষে প্রথম ইনিংসে ওটিস গিবসন একাদশের সংগ্রহ ৮ উইকেটে ২৪৮ রান। মোসাদ্দেক হোসেন ২৯ ও রুবেল হোসেন ০ রানে অপরাজিত আছেন।
রায়ান কুক একাদশের তাসকিন ৩টি, মোহাম্মদ মিঠুন ২টি এবং মোহাম্মদ সাইফউদ্দিন, আল আমিন হোসেন ও তাইজুল ইসলাম ১টি করে উইকেট নেন।
আকাশ নিউজ ডেস্ক 
























