আকাশ স্পোর্টস ডেস্ক:
ভারতে করোনাভাইরাস তুলনামূলক বেশি সংক্রমিত হওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর হচ্ছে সংযুক্তআরব আমিরাতে।
করোনার এই কঠিন সময়ে ক্রিকেটারদের কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রেখেই আইপিএল আয়োজন করা হচ্ছে। প্লেয়াররা কঠোর নিরাপত্তা বলয়েথাকা সত্ত্বেও জুয়াড়িরা এক খেলোয়াড়কে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছে।
একটি সূত্রে জানা যায়, আইপিএল খেলোয়াড়কে দলের তথ্য ফাঁসের প্রস্তাব দেন অপরিচিত একজন।সেই খেলোয়াড় নিজেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) জানিয়েছে, তার সঙ্গে অপরিচিত একজনের যোগাযোগের চেষ্টা করার কথা।
বিষয়টি নিশ্চিত করে রোববার রয়টার্সকে বিসিসিআইয়ের দুর্নীতি দমন ইউনিটের প্রধান অজিৎ সিং বলেছেন, একজন ক্রিকেটার আমাদের সবকিছুজানিয়েছেন।বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তদন্তের স্বার্থে এখনই সব কিছু খোলাসা করা যাচ্ছে না। তবে প্লেয়ারদের গতিবিধি আমরা কঠোরভাবে নিয়ন্ত্রিত করছি।
এর আগে ২০১৩ সালে ম্যাচ ফিক্সিংয়ের কারণে কলঙ্কিত হয়েছিল ভারতের জনপ্রিয় টুর্নামেন্ট আইপিএল।
আকাশ নিউজ ডেস্ক 

























