আকাশ জাতীয় ডেস্ক:
সিরাজগঞ্জে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎকের ভুল চিকিৎসায় ইসমাইল হোসেন নামে দশ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাতে সিরাজগঞ্জ শহরের কাজিপুর মোড় এলাকার আল-হেরা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অপারেশনকারী চিকিৎসক ড. সুমুনুল হক সজিব পলাতক রয়েছে। শিশুটি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সোনাতলা গ্রামের বাবু সরকারের ছেলে। একমাত্র ছেলেকে হারিয়ে স্বজনরা হাসপাতালে কান্নায় ভেঙ্গে পড়ে এবং অভিযুক্ত চিকিৎসকের শাস্তি দাবি করেন।
মৃত শিশুটির বাবা বাবু সরকার জানান, শিশু ইসমাইলের টনসিল সমস্যা ছিল। শনিবার সকালে ওই হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ডা. ডি এম আকরাম হোসেন অপারেশনের কথা বলেন। রাতে টনসিল অপারেশন করা হয়।
অপারেশন শেষে ডা. সুমুনুল হক সজিব ও ডা. ডিএম আকরাম হোসেন জানান, অপারেশন সাকসেসফুল হয়েছে। তবে রোগীর রিভার্স (জ্ঞান ফিরছে না) হচ্ছে না। এ অবস্থায় হাসপাতালের লোকজন এনায়েতপুর খাজা ইউনুস আলী হাসপাতালে নেয়ার জন্য বলে। কিন্তু এ্যাম্বুলেন্সে তোলার সাথে সাথেই ইসমাইল মারা যায়। তিনি বলেন, আমার একমাত্র ছেলে। সুস্থ অবস্থায় অপারেশন করা হলো। লাশ হয়ে ফিরলো। আমি এর বিচার চাই।
এ বিষয়ে হাসপাতালেল ব্যবস্থাপনা পরিচালক শামীম রেজা বলেন, ডি এম আকরাম হোসেন ওই রোগীর অপারেশন করেছেন এবং অজ্ঞান ডাক্তার হিসেবে ছিলেন সুমুনুল হক সজিব। অপারেশন সাকসেসফুল হলেও শিশুটি রিভার্স (জ্ঞান ফেরানো) করতে পারেনি। যে কারণে মৃত্যু হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে শিশুটির মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত করা হয়েছে। এখনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আকাশ নিউজ ডেস্ক 






















