আকাশ জাতীয় ডেস্ক:
কারাবন্দি আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অবস্থান নিয়ে এ বিক্ষোভ করে ছাত্র সেনা নামে একটি সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় মহাসড়কের হোটেল নুরজাহানের সামনে অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ এ মহাসড়কের সকল যান চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করা হয়। এতে আলাউদ্দিন জিহাদীর মুক্তি দাবি করা হয়।
এদিকে মহাসড়ক বন্ধ করে আন্দোলন এর ফলে সৃষ্ট যানজটে পড়ে ভোগান্তি পোহাতে হয় যাত্রী সাধারণের। খবর পেয়ে হাইওয়ে পুলিশ সহ সদর দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভ নিয়ন্ত্রণসহ গাড়ি চলাচল স্বাভাবিক করে। মহাসড়ক অবরোধ করে এমন বিক্ষোভের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যাত্রী সাধারণ।
এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, আলাউদ্দিন জিহাদীর অনুসারীরা আকস্মিকভাবে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় সড়ক বন্ধ করে বিক্ষোভ এর চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখে।
উল্লেখ্য, মরহুম আল্লামা শফীকে কটূক্তির দায়ে আলাউদ্দিন জিহাদীকে গ্রেফতার করা হয়। গত কয়েক দিন যাবত কারাবন্দি এ মুফতির মুক্তির দাবিতে বিক্ষোভসহ নানা ধরনের আন্দোলন করে আসছে তার অনুসারীরা।
আকাশ নিউজ ডেস্ক 






















