ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি ভুয়া জরিপ ও মিথ্যা প্রচারণা দিয়ে রাজনৈতিক ইতিহাস বদলানো যাবে না : দুদু গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : তাজুল ইসলাম এক্সপেকটেশন যদি ১০ থাকে, অন্তত চার তো অর্জন করতে পেরেছি : আসিফ নজরুল

জয়া আহসানের নতুন সিনেমার শুটিং সম্পন্ন

আকাশ বিনোদন ডেস্ক : 

করোনাকালে নতুন সিনেমার শুটিং সম্পন্ন করেছেন নন্দিত অভিনেত্রী জয়া আহসান। বিষয়টি তিনি নিজেই জানালেও সিনেমার নাম বা বিস্তারিত তথ্য কিছুই প্রকাশ করেনি ‘দেবী’খ্যাত এই তারকা।

জয়া আহসান ফেসবুকে পাঁচটি স্থিরচিত্র প্রকাশ করে নতুন সিনেমার কথা জানান। তবে ক্যাপশনে সিনেমা নিয়ে বিস্তারিত তেমন কিছুই উল্লেখ করেনি।

জয়া ফেসবুকে লেখেন, ‘বেশি বলা বারণ। তাই কথা না বাড়িয়ে পাঁচখানা ছবি দিলাম আমার দর্শকদের জন্য। আমার আগামী সিনেমার আগমনী বার্তা।

তিনি জানান, নতুন সিনেমাটির পরিচালক পিপলু আর খান। এটি তাঁর দ্বিতীয় সিনেমা তবে প্রথম কাহিনীচিত্র। আর সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে মাত্র ১৫ দিনে।

জয়া আরও লেখেন, ‘প্যানডেমিকের মানসিক অস্থিরতার দিনগুলোতে যখন বাসায় বসে ভয় আর শঙ্কায় দিনগুলো কাটাচ্ছিলাম, পরিচালক ফোনে বললেন, ‘চলেন ছোট করে একটা শর্টফিল্ম বানিয়ে ফেলি। তারপর গল্পের মধ্যে গল্প, আর বলতে বারণ নানা কারণে পরে সেটা ফিচার ফিল্ম হয়ে গেলো! জীবনের খণ্ড খণ্ড না-বলা অনুভূতি আর বাকি গল্পটা ইটস কমপ্লিকেটেড- এতটুকুই বলা অনুমতি সাপেক্ষে। ‘

নাম না জানা সিনেমাটি নিয়ে জয়া লেখেন, ‘ছবি অনেক সময় ছবি হয়ে উঠে, বানাতে হয় না! সম্ভবত এটা এমন একটা প্রজেক্ট। আশায় থাকলাম কী করলাম সেটা দেখার জন্য! কিন্তু ১৫ দিনের শুটিংটা একটা পাগলামি ছিল, ফর সিউর। এত কম মানুষ নিয়ে একটা ছবি শুট করা যায় সেটাও জানা হলো। অসাধারণ পরিশ্রমী কিছু মানুষের সঙ্গে একটা সুন্দর অভিজ্ঞতা হলো। ‘

সিনেমাটির গল্প যৌথভাবে লিখেছেন পিপলু আর খান ও নুসরাত মাটি। পিপলু আর খানের ‘অ্যাপলবক্স ফিল্মস’, আবু শাহেদ ইমনের ‘বক্স অফিস মাল্টিমিডিয়া’ ও জয়া আহসানের ‘সি তে সিনেমা’ এটি প্রযোজনা করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

উত্তরায় নিরাপত্তাকর্মীকে পিটিয়ে অস্ত্র ছিনতাই-অপহরণ

জয়া আহসানের নতুন সিনেমার শুটিং সম্পন্ন

আপডেট সময় ১০:২৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০

আকাশ বিনোদন ডেস্ক : 

করোনাকালে নতুন সিনেমার শুটিং সম্পন্ন করেছেন নন্দিত অভিনেত্রী জয়া আহসান। বিষয়টি তিনি নিজেই জানালেও সিনেমার নাম বা বিস্তারিত তথ্য কিছুই প্রকাশ করেনি ‘দেবী’খ্যাত এই তারকা।

জয়া আহসান ফেসবুকে পাঁচটি স্থিরচিত্র প্রকাশ করে নতুন সিনেমার কথা জানান। তবে ক্যাপশনে সিনেমা নিয়ে বিস্তারিত তেমন কিছুই উল্লেখ করেনি।

জয়া ফেসবুকে লেখেন, ‘বেশি বলা বারণ। তাই কথা না বাড়িয়ে পাঁচখানা ছবি দিলাম আমার দর্শকদের জন্য। আমার আগামী সিনেমার আগমনী বার্তা।

তিনি জানান, নতুন সিনেমাটির পরিচালক পিপলু আর খান। এটি তাঁর দ্বিতীয় সিনেমা তবে প্রথম কাহিনীচিত্র। আর সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে মাত্র ১৫ দিনে।

জয়া আরও লেখেন, ‘প্যানডেমিকের মানসিক অস্থিরতার দিনগুলোতে যখন বাসায় বসে ভয় আর শঙ্কায় দিনগুলো কাটাচ্ছিলাম, পরিচালক ফোনে বললেন, ‘চলেন ছোট করে একটা শর্টফিল্ম বানিয়ে ফেলি। তারপর গল্পের মধ্যে গল্প, আর বলতে বারণ নানা কারণে পরে সেটা ফিচার ফিল্ম হয়ে গেলো! জীবনের খণ্ড খণ্ড না-বলা অনুভূতি আর বাকি গল্পটা ইটস কমপ্লিকেটেড- এতটুকুই বলা অনুমতি সাপেক্ষে। ‘

নাম না জানা সিনেমাটি নিয়ে জয়া লেখেন, ‘ছবি অনেক সময় ছবি হয়ে উঠে, বানাতে হয় না! সম্ভবত এটা এমন একটা প্রজেক্ট। আশায় থাকলাম কী করলাম সেটা দেখার জন্য! কিন্তু ১৫ দিনের শুটিংটা একটা পাগলামি ছিল, ফর সিউর। এত কম মানুষ নিয়ে একটা ছবি শুট করা যায় সেটাও জানা হলো। অসাধারণ পরিশ্রমী কিছু মানুষের সঙ্গে একটা সুন্দর অভিজ্ঞতা হলো। ‘

সিনেমাটির গল্প যৌথভাবে লিখেছেন পিপলু আর খান ও নুসরাত মাটি। পিপলু আর খানের ‘অ্যাপলবক্স ফিল্মস’, আবু শাহেদ ইমনের ‘বক্স অফিস মাল্টিমিডিয়া’ ও জয়া আহসানের ‘সি তে সিনেমা’ এটি প্রযোজনা করেছে।