আকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহীতে প্রতিপক্ষকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেঁসে গেছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক তিনজন হলেন- নগরীর অলকার মোড়ের শ্রী রতন সরকারের ছেলে শ্রী প্রতাপ সরকার, সাহেব বাজার মাস্টারপাড়ার মো. মামুনের ছেলে শহিদুল হাসান রনি, বোয়ালিয়া পাড়ার মৃত হায়দার আলীর ছেলে মো. মাসুম।
গোলাম রুহুল কুদ্দুস জানান, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বোয়ালিয়া পাড়া এলাকার গোলাম আজমের বাড়িতে অভিযান চালিয়ে ছাদ থেকে একটি বিদেশি বন্দুক উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পূর্ব শত্রুতাবশত বাড়ির মালিককে ফাঁসানোর জন্য তৃতীয় কোনো পক্ষ ছাদের কার্নিস বেয়ে এসে অস্ত্রটি রেখে যেতে পারে বলে আমরা ধারণা করি। এ ঘটনায় পুলিশ তদন্ত করে রোববার ভোরে ঘটনার সঙ্গে জড়িত থাকায় তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 






















