ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে প্রার্থিতা প্রত্যাহার করলেন মামুনুল হক ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন পোস্টাল ভোট সফল করতে পারলে বাংলাদেশের নাম ওয়ার্ল্ড হিস্ট্রিতে থাকবে: সিইসি ঢাকায় ফ্ল্যাট পাচ্ছে ওসমান হাদির পরিবার ইসির আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক : রিজভী নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে: প্রধান উপদেষ্টা ‘না’ ভোট দেওয়া মানেই স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো: শারমীন মুরশিদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে: তারেক রহমান

মোস্তাফিজকে চেয়েও পেল না কলকাতা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

কাটার ডেলিভারিতে বিশেষত্বের জন্য মোস্তাফিজুর রহমানকে পেতে আইপিএলে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স মরিয়া চেষ্টা করেছিল। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মোস্তাফিজকে অনাপত্তিপত্র দিতে রাজি হয়নি। যার কারণে মোস্তাফিজের সার্ভিস পাবে না কলকাতা। আগামী ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এবারের আইপিএল।

আইপিএলে প্রাথমিকভাবে ছিলেন না মোস্তাফিজুর রহমান। ইংল্যান্ডের বাঁ-হাতি পেসার হ্যারি গার্নি কাঁধের চোটের জন্য ছিটকে গিয়েছেন আইপিএল থেকে। যার ফলে দিনেশ কার্তিকের হাতে বিদেশি পেসার বলতে এখন শুধুই প্যাট কামিন্স ও লকি ফার্গুসন। এই অবস্থায় বিকল্প বাঁ-হাতি পেসারের খোঁজে উঠে এসেছিল টাইগার পেসার মোস্তাফিজুর রহমানের নাম। কিন্তু আইপিএল চলাকালেই বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর রয়েছে। যার কারণে বিসিবি রাজি হয়নি।

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান সংবাদমাদ্যমকে বলেছেন, ‘দেশের খেলা রয়েছে। সেই জন্য আইপিএল খেলতে পারছে না মোস্তাফিজ। সেপ্টেম্বরের ২৭ তারিখ টিম যাবে। ফলে, বাংলাদেশের কোনও ক্রিকেটারকেই আইপিএলে ছাড়া যাবে না। আর মোস্তাফিজ আমাদের দলের অপরিহার্য সদস্য। খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার। আমাদের দলের ওজন বেড়ে যায় মোস্তাফিজ খেললে। করোনার পর এই সিরিজের গুরুত্বই আলাদা। আর আমাদের তো জাতীয় স্বার্থ দেখতেই হবে।’

নাইটরা ছাড়া মোস্তাফিজকে নিয়ে সামান্য আগ্রহ দেখিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সও। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে দেখা গিয়েছে মোস্তাফিজকে। সানরাইজার্সের কমলা জার্সির হয়ে ১৭ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন তিনি। গড় ছিল ২৬.১৬। ইকোনোমি রেট ছিল ৭.১৪। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সাত ম্যাচে তাঁর গড় ৩২.৮৫, স্ট্রাইক রেট ৮.৩৬। রোহিত শর্মার দলের হয়ে নিয়েছেন সাত উইকেট। তবে উইকেট নেওয়ার চেয়েও এই ফরম্যাটে ডেথ ওভারে তাঁর বোলিং বৈচিত্র্য যে কোনও দলের কাছে সম্পদ। গতির হেরফেরে তিনি ব্যাটসম্যানের কাছে হয়ে ওঠেন প্রহেলিকা। আর সেই কারণেই মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসানের পর আরও এক বাংলাদেশের ক্রিকেটারকে চেয়েছিল নাইটরা।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

মোস্তাফিজকে চেয়েও পেল না কলকাতা

আপডেট সময় ০৮:৪৭:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০

আকাশ স্পোর্টস ডেস্ক: 

কাটার ডেলিভারিতে বিশেষত্বের জন্য মোস্তাফিজুর রহমানকে পেতে আইপিএলে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স মরিয়া চেষ্টা করেছিল। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মোস্তাফিজকে অনাপত্তিপত্র দিতে রাজি হয়নি। যার কারণে মোস্তাফিজের সার্ভিস পাবে না কলকাতা। আগামী ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এবারের আইপিএল।

আইপিএলে প্রাথমিকভাবে ছিলেন না মোস্তাফিজুর রহমান। ইংল্যান্ডের বাঁ-হাতি পেসার হ্যারি গার্নি কাঁধের চোটের জন্য ছিটকে গিয়েছেন আইপিএল থেকে। যার ফলে দিনেশ কার্তিকের হাতে বিদেশি পেসার বলতে এখন শুধুই প্যাট কামিন্স ও লকি ফার্গুসন। এই অবস্থায় বিকল্প বাঁ-হাতি পেসারের খোঁজে উঠে এসেছিল টাইগার পেসার মোস্তাফিজুর রহমানের নাম। কিন্তু আইপিএল চলাকালেই বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর রয়েছে। যার কারণে বিসিবি রাজি হয়নি।

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান সংবাদমাদ্যমকে বলেছেন, ‘দেশের খেলা রয়েছে। সেই জন্য আইপিএল খেলতে পারছে না মোস্তাফিজ। সেপ্টেম্বরের ২৭ তারিখ টিম যাবে। ফলে, বাংলাদেশের কোনও ক্রিকেটারকেই আইপিএলে ছাড়া যাবে না। আর মোস্তাফিজ আমাদের দলের অপরিহার্য সদস্য। খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার। আমাদের দলের ওজন বেড়ে যায় মোস্তাফিজ খেললে। করোনার পর এই সিরিজের গুরুত্বই আলাদা। আর আমাদের তো জাতীয় স্বার্থ দেখতেই হবে।’

নাইটরা ছাড়া মোস্তাফিজকে নিয়ে সামান্য আগ্রহ দেখিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সও। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে দেখা গিয়েছে মোস্তাফিজকে। সানরাইজার্সের কমলা জার্সির হয়ে ১৭ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন তিনি। গড় ছিল ২৬.১৬। ইকোনোমি রেট ছিল ৭.১৪। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সাত ম্যাচে তাঁর গড় ৩২.৮৫, স্ট্রাইক রেট ৮.৩৬। রোহিত শর্মার দলের হয়ে নিয়েছেন সাত উইকেট। তবে উইকেট নেওয়ার চেয়েও এই ফরম্যাটে ডেথ ওভারে তাঁর বোলিং বৈচিত্র্য যে কোনও দলের কাছে সম্পদ। গতির হেরফেরে তিনি ব্যাটসম্যানের কাছে হয়ে ওঠেন প্রহেলিকা। আর সেই কারণেই মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসানের পর আরও এক বাংলাদেশের ক্রিকেটারকে চেয়েছিল নাইটরা।