অবশেষে চিকিৎসা পেলেন কোটিপতি থেকে নিঃস্ব হওয়া সেই বৃদ্ধ

0
149

আকাশ জাতীয় ডেস্ক:  

মাদারীপুরে চিকিৎসার অভাবে হাসপাতালের বেডে পড়ে থাকা এক সময়ের কোটিপতি নুরু মাতুব্বরের পাশে দাঁড়ালো সমাজসেবা অধিদফতর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকেই প্রতিষ্ঠানটির সহায়তায় মুমূর্ষু বৃদ্ধের চিকিৎসা কার্যক্রম শুরু হয়। পাশাপাশি তার দেখভাল করতে অস্থায়ীভাবে নিয়োগ দেয়া হয়েছে একজন আয়াকে।

চিকিৎসকরা জানান, গত চারদিনে স্যালাইন ছাড়া কিছু না খেতে পারলেও এখন ফল ও নরম খাবার খাচ্ছেন তিনি। সঠিক চিকিৎসা পেলে আবারো তার স্বাভাবিক জীবনে ফেরার আশা রয়েছে। একসময়ের কোটিপতি চরমুগরিয়া এলাকার ‘তাজ বিড়ি ফ্যাক্টরির মালিক নুরু মাতুব্বর তার বিঘা বিঘা সম্পত্তি চার সন্তানকে লিখে দেন। ছেলেকে লন্ডনে পড়াশুনাও করান। কিন্তু ১৫ বছর ধরে বাড়িছাড়া ৬০ বছরের এই বৃদ্ধ। এমনকি চিকিৎসার অভাবে আজ মৃত্যুশয্যায় থাকলেও বাবার খোঁজখবর নিচ্ছেন না কোন সন্তান।