আকাশ বিনোদন ডেস্ক :
না ফেরার দেশে চলে গেলেন চলচ্চিত্র পরিচালক মাসুদ আজাদ। রবিবার ভোর ৫টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেন নির্মাতার স্ত্রী সাথী আজাদ।
তিনি জানান, ‘ভোর রাতে মাসুদ আজাদ বুকে ব্যথা অনুভব করলে তাকে তৎক্ষণাৎ মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তারা জানান, হাসপাতালে আনার পথেই নির্মাতা মারা গেছেন।’
পরিচালক মাসুদ আজাদ মেকআপ আর্টিস্ট থেকে চলচ্চিত্র পরিচালনায় আসেন। তার প্রথম ছবি ‘বস্তির সম্রাট’। পরবর্তীতে এই পরিচালক আরো বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণের জন্য প্রস্তুতি নিলেও একটি ছবির কাজও শেষ করে যেতে পারেননি। তার একমাত্র মুক্তিপ্রাপ্ত ছবির নাম ‘আই এম রাজ’।
আকাশ নিউজ ডেস্ক 





















