আকাশ জাতীয় ডেস্ক:
তিনটি আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে ঢাকা-৫ এবং নওগাঁ-৬ আসনে ভোট। আজ রোববার নির্বাচন কমিশন এ আসনগুলোর উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এদিন বিকালে নির্বাচন কমিশনের সভা শেষে তারিখ ঘোষণা করা হয়।
অন্যদিকে, করোনার কারণে ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের নির্বাচন ৩০ দিন পিছিয়ে দেওয়া হয়েছে।
আজ তফসিল ঘোষণার সময় ইসি সচিব মোহাম্মদ আলমগীর জানান, করোনা পরিস্থিতিতে কোনও নির্বাচনে পথসভা, মিছিল, সভা সমাবেশ এবং বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া যাবে না। অন্যদিকে চট্টগ্রাম সিটির প্রশাসকের মেয়াদ শেষ হলে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান কমিশন সচিব।
আকাশ নিউজ ডেস্ক 



















