ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীলঙ্কা সফরে জাতীয় দলের সুবিধা পাবে এইচপি দল: দুর্জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনার প্রকোপ কাটিয়ে অক্টোবর থেকে খেলায় ফিরছে বাংলাদেশ। তিন ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল অবশ্য শ্রীলঙ্কায় যাবে সেপ্টেম্বরেই। সফরে জাতীয় দলের সঙ্গী হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (এইচপি) হাই পারফরম্যান্স ইউনিট। এইচপি দলের সদস্যরা জাতীয় দলের সাহচর্য পাবে অবশ্য দেশ থেকেই। শ্রীলঙ্কা সফরের প্রস্তুতির যে অংশ বাংলাদেশে হবে, সেখানে জাতীয় দলের সাথেই অনুশীলন করবেন এইচপির খেলোয়াড়রা।

সেক্ষেত্রে জাতীয় দলের মতই সুযোগ সুবিধা পাবেন এইচপি স্কোয়াডের সদস্যরা। হোটেল সুবিধাসহ বিসিবির অন্যান্য সুযোগ-সুবিধা জাতীয় দলের সাথে ভোগ করবেন তারা। এমনকি শ্রীলঙ্কায় পৌঁছে জাতীয় দলের প্রস্তুতির সময়ও এইচপি দল পাবে সমমানের সুবিধা।

এ বিষয়ে এইচপি ইউনিটের চেয়ারম্যান ও সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় গণমাধ্যমকে জানান, ‘একই সঙ্গে হোটেল থাকবে, যেহেতু একসঙ্গে অনুশীলন করবে। জাতীয় দলের সাথে এইচপির প্রস্তুতি ম্যাচ হবে। এখান থেবেই আমরা এই আয়োজন করে নিচ্ছি। প্রাথমিক যে আলোচনা হচ্ছে তাতে জাতীয় দল ও এইচপি একই আয়োজনে থাকবে।’

টেস্ট সিরিজ শুরু হলে স্বাভাবিকভাবেই আলাদা হয়ে যেতে হবে এইচপি দলকে। দুর্জয় বলেন, ‘আমাদের যে প্রোগ্রাম আছে, সিরিজ শুরু হলে এইচপি তাদের মতো করে আলাদা হয়ে যাবে। কারণ জাতীয় দল ও এইচপি দুটোতেই পূর্ণ স্কোয়াড রয়েছে। এইচপি যে ২৪-২৫ জনের স্কোয়াড আছে ঐ পুরো স্কোয়াডটাই যাবে। কিন্তু সিরিজ যখন আমরা খেলি তখন তো পুরো স্কোয়াড থাকে না। তো বাকিরা এমনিতেই ফেরত চলে আসবে।’

শ্রীলঙ্কা সফরের আগে জাতীয় দলের ক্রিকেটারদের করোনার নমুন পরীক্ষা হবে বাসায় বাসায় গিয়ে। এইচপির যে ক্রিকেটাররা ঢাকার বাসিন্দা, তাদের পরীক্ষাও বাসায় গিয়েই করানো হবে। দুর্জয় বলেন, ‘স্বাভাবিকভাবে যারা নেগেটিভ আসবে তারাই জয়েন করবে। আমরা সম্ভাব্যদের নমুনা সংগ্রহ করে ওখান থেকে চূড়ান্ত করব।’

শ্রীলঙ্কার উদ্দেশে জাতীয় দল ও এইচপি দল দেশ ছাড়বে সেপ্টেম্বরের ২৩ অথবা ২৪ তারিখ। টেস্ট সিরিজের মূল স্কোয়াড ঘোষণা করা হবে শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচ খেলার পর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীলঙ্কা সফরে জাতীয় দলের সুবিধা পাবে এইচপি দল: দুর্জয়

আপডেট সময় ০৯:৪৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনার প্রকোপ কাটিয়ে অক্টোবর থেকে খেলায় ফিরছে বাংলাদেশ। তিন ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল অবশ্য শ্রীলঙ্কায় যাবে সেপ্টেম্বরেই। সফরে জাতীয় দলের সঙ্গী হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (এইচপি) হাই পারফরম্যান্স ইউনিট। এইচপি দলের সদস্যরা জাতীয় দলের সাহচর্য পাবে অবশ্য দেশ থেকেই। শ্রীলঙ্কা সফরের প্রস্তুতির যে অংশ বাংলাদেশে হবে, সেখানে জাতীয় দলের সাথেই অনুশীলন করবেন এইচপির খেলোয়াড়রা।

সেক্ষেত্রে জাতীয় দলের মতই সুযোগ সুবিধা পাবেন এইচপি স্কোয়াডের সদস্যরা। হোটেল সুবিধাসহ বিসিবির অন্যান্য সুযোগ-সুবিধা জাতীয় দলের সাথে ভোগ করবেন তারা। এমনকি শ্রীলঙ্কায় পৌঁছে জাতীয় দলের প্রস্তুতির সময়ও এইচপি দল পাবে সমমানের সুবিধা।

এ বিষয়ে এইচপি ইউনিটের চেয়ারম্যান ও সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় গণমাধ্যমকে জানান, ‘একই সঙ্গে হোটেল থাকবে, যেহেতু একসঙ্গে অনুশীলন করবে। জাতীয় দলের সাথে এইচপির প্রস্তুতি ম্যাচ হবে। এখান থেবেই আমরা এই আয়োজন করে নিচ্ছি। প্রাথমিক যে আলোচনা হচ্ছে তাতে জাতীয় দল ও এইচপি একই আয়োজনে থাকবে।’

টেস্ট সিরিজ শুরু হলে স্বাভাবিকভাবেই আলাদা হয়ে যেতে হবে এইচপি দলকে। দুর্জয় বলেন, ‘আমাদের যে প্রোগ্রাম আছে, সিরিজ শুরু হলে এইচপি তাদের মতো করে আলাদা হয়ে যাবে। কারণ জাতীয় দল ও এইচপি দুটোতেই পূর্ণ স্কোয়াড রয়েছে। এইচপি যে ২৪-২৫ জনের স্কোয়াড আছে ঐ পুরো স্কোয়াডটাই যাবে। কিন্তু সিরিজ যখন আমরা খেলি তখন তো পুরো স্কোয়াড থাকে না। তো বাকিরা এমনিতেই ফেরত চলে আসবে।’

শ্রীলঙ্কা সফরের আগে জাতীয় দলের ক্রিকেটারদের করোনার নমুন পরীক্ষা হবে বাসায় বাসায় গিয়ে। এইচপির যে ক্রিকেটাররা ঢাকার বাসিন্দা, তাদের পরীক্ষাও বাসায় গিয়েই করানো হবে। দুর্জয় বলেন, ‘স্বাভাবিকভাবে যারা নেগেটিভ আসবে তারাই জয়েন করবে। আমরা সম্ভাব্যদের নমুনা সংগ্রহ করে ওখান থেকে চূড়ান্ত করব।’

শ্রীলঙ্কার উদ্দেশে জাতীয় দল ও এইচপি দল দেশ ছাড়বে সেপ্টেম্বরের ২৩ অথবা ২৪ তারিখ। টেস্ট সিরিজের মূল স্কোয়াড ঘোষণা করা হবে শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচ খেলার পর।