আকাশ স্পোর্টস ডেস্ক:
লিপজিগকে হারিয়ে প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে উঠেছে প্যারিস সেইন্ট জার্মেইন। পুরো টুর্নামেন্ট জুড়ে অনবদ্য সব পারফর্ম্যান্স উপহার দিয়ে দলকে এগিয়ে নিতে মুখ্য ভূমিকা পালন করেন ব্রাজিলীয় তারকা নেইমার। কিন্তু পিএসজির জার্সি গায়ে ফাইনাল ম্যাচে ইতিহাসের অংশ হতে পারবেন কি না তা নিয়ে উঠছে প্রশ্ন।
মঙ্গলবার লিপজিগকে ০-৩ গোলে হারানোর পরে নেইমার জার্সি বিনিময় করেন জার্মান ক্লাবটির ফুটবলার হালস্টেনবার্গের সঙ্গে। প্রতিপক্ষের ফুটবলারের সঙ্গে জার্সি বিনিময় উয়েফার করোনা-প্রোটোকোলের নিয়মবিরুদ্ধ। আর এই নিয়ম ভাঙার জন্য নির্বাসিত হতে পারেন ব্রাজিলীয় তারকা।
করোনাভাইরাসের জন্য ফুটবলের নিয়মনীতিতে একাধিক পরিবর্তন এসেছে।
নতুন নিয়ম অনুযায়ী ম্যাচ শেষে ফুটবলাররা আগের মতো জার্সি বদল করতে পারবেন না। জার্সি বদল করলে জীবাণু সংক্রমিত হতে পারে। সেই কারণেই উয়েফা নিয়ম করেছে, জার্সি বদল একেবারেই নয়। আর নেইমার ঠিক সেই কাজটাই করেছেন।
উয়েফার নতুন নিয়মে বলা আছে, নিয়ম লঙ্ঘন করে ম্যাচের পর জার্সি বদল করলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে উয়েফার নিয়ম অনুযায়ী শাস্তি দেওয়া হবে। তা ছাড়া সংশ্লিষ্ট ফুটবলারকে সেলফ আইসোলেশনে থাকতে হবে ১২ দিন। আর ঠিক পাঁচ দিন পরেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। যদি ১২ দিনের সেলফ আইসোলেশনের নিয়ম মানা হয়, তা হলে নেইমারকে ছাড়াই ফাইনালে নামতে হবে পিএসজিকে।
আকাশ নিউজ ডেস্ক 

























