আকাশ জাতীয় ডেস্ক:
যুদ্ধকালীন খুলনায় মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার ও মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মো. ইউনুছ আলী ইনু মারা গেছেন। শনিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি এক সময় খুলনা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।
বিষয়টি নিশ্চিত করে মহানগর আওয়ামী লীগের সদস্য মোজাম্মেল হক হাওলাদার জানান, বার্ধক্যজনিত নানাবিধ অসুস্থতায় ৩ আগস্ট থেকে খুমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ইউনুছ আলী।
আকাশ নিউজ ডেস্ক 





















