অাকাশ বিনোদন ডেস্ক:
এবারের ঈদ আনন্দমেলায় গাইবেন উপমহাদেশের বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এই অনুষ্ঠানে বন্যার কণ্ঠে থাকছে পুরনো দিনের একটি বিশেষ আধুনিক বাংলা গান। অনুষ্ঠান আয়োজক পক্ষ থেকে এমন একটি গানের জন্য আহ্বান জানানো হয়েছে বলে বন্যা জানিয়েছেন। সেই ধারাবাহিকতায় তিনি আঞ্জুমান আর বেগমের গাওয়া ‘আকাশের হাতে আছে একরাশ নীল’ শীর্ষক গানটি গাইবেন। অনুষ্ঠানটি বিটিভিতে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচার হবে।
এ প্রসঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘কয়েক বছর ধরে চ্যানেলের ঈদ অনুষ্ঠানগুলোতে খুব বেশি আসছি না। সেই ধারাবাহিকতায় এবারও বেশকিছু টিভি চ্যানেলের প্রস্তাব বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছি। এখনো যথারীতি প্রস্তাব আসছে। কিছু প্রস্তাব একেবারে যেন নাছোরবান্দা হয়ে আসছে। তবে খুব সম্ভবত ঈদ অনুষ্ঠানমালায় চ্যানেল আইয়ে থাকতে পারি। তাও নিশ্চিত করে বলতে পারছি না। তবে বিটিভির ঈদ আনন্দমেলায় আমার কণ্ঠে আধুনিক গানটি শোনার জন্য শ্রোতাদের আহ্বান করছি। আশা করছি, অনুষ্ঠানটি সবাইকে অভিভূত করবে।’
আকাশ নিউজ ডেস্ক 






















