আকাশ জাতীয় ডেস্ক:
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় চিরকুট লিখে গলা কেটে রোমান (২৩) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার রাতে পৌর এলাকার বামনহাটার মধ্যপাড়া এলাকা থেকে চিরকুটসহ তার মরদেহ উদ্ধার করা হয়।
চিরকুটে রোমান লিখেছেন– শয়তান আমাকে বাঁচতে দিল না।
নিহত রোমান ভূঞাপুর পৌর এলাকার বামনহাটার মধ্যপাড়ার খন্দকার কামাল হোসেনের ছেলে।
এ ঘটনায় স্থানীয় কাউন্সিলর আমিনুল ইসলাম জানান, রাতে কোনো একসময়ে গলায় ধারালো একটি ছুরি চালিয়ে ওই কলেজছাত্র আত্মহত্যা করেন। এ সময় গোঙানির শব্দ শুনে তার বাবা-মা দরজা ভেঙে রুমে ঢুকে ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখেন।
ছেলেকে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ভূঞাপুর থানার ওসি (তদন্ত) এনামুল হক চৌধুরী জানান, কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট পাওয়া যায়।
স্থানীয়রা বলছেন, রোমান মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন। চিরকুটে রোমান লিখেছেন– শয়তান আমাকে বাঁচতে দিল না।
আকাশ নিউজ ডেস্ক 
























