অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
সম্প্রতি কুয়েতে বিদেশি কর্মী বলতেই নেতিবাচক একটি ভাব তৈরি হয়েছে। এ প্রবণতাকে উদ্বেগজনক বলে বর্ণনা করেছেন কুয়েতের তেল বিষয়ক সাবেক মন্ত্রী আলি আহমেদ আল-বাগলি। সম্প্রতি আরব টাইমসে এক নিবন্ধে তিনি বিষয়টি তুলে ধরেছেন।
বিদেশিদের কুয়েত পুনর্গঠনে যথেষ্ট ভূমিকা রয়েছে। যদিও কুয়েতের বর্তমান রাজনৈতিক ও সামাজি নেতৃবৃন্ধ এ বিষয়টি ভুলে গেছেন, যার পেছনে রয়েছে দুর্নীতি ও অন্যায় পক্ষপাত। কুয়েতে বর্তমানে বিদেশি কর্মীদের বিরুদ্ধে যে নেতিবাচক প্রচারণা চলছে, তা দেখে অনেকেরই মনে হতে পারে, দেশটির যাবতীয় বিশৃঙ্খলা ও আইন ভঙ্গের ঘটনা বিদেশিরাই ঘটাচ্ছে। কিন্তু বাস্তবতা তেমনটা নয়।
কুয়েতের সাবেক মন্ত্রীর প্রশ্ন, সব বিদেশি শ্রমিক কি অপরাধী? এ প্রসঙ্গে তিনি বলেন, কুয়েতে শুধু ছয় লাখ বিদেশি গৃহকর্মীই রয়েছে। তাদের কাজ হলো কুয়েতিদের দৈনন্দিন জীবনযাত্রাকে সহজ করে দেওয়া। কুয়েতের সব কঠিন কাজে বিদেশি শ্রমিকরা নিয়োজিত রয়েছে। তারা সর্বদা নগর ও গ্রামের কঠিন সব কাজে তাদের ঘাম ঝরিয়ে থাকে।
তারা কাজ করে, ঘাম ঝরিয়েই তাদের অর্থ উপার্জন করে। কুয়েতের মোট জনসংখ্যার ৭০ শতাংশই বিদেশি। আর এ কারণেই সম্প্রতি বিদেশিদের বিরুদ্ধে বিরুপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে দেশটিতে। তবে সাবেক মন্ত্রী আলি আহমেদ আল-বাগলি বলছেন এ প্রচারণা একেবারেই অনুচিত।
তিনি বলেন, স্থানীয় শিক্ষিত ও যোগ্য নাগরিকদের সরকারি গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার রাখা যেতে পারে। বিশ্বের প্রায় সব দেশেই এ বিষয়টি স্বাভাবিক। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সরকার যেভাবে বিষয়টির কাজ চালাচ্ছে, তাকে অত্যন্ত অনুচিত বলেই মনে করেন সাবেক তেলমন্ত্রী। এতে আন্তর্জাতিক পর্যায়েও বিরুপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে বলে মনে করেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 

























