আকাশ জাতীয় ডেস্ক:
টাঙ্গাইলের কালিহাতীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির এক জেল ফেরত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে তার নিজ বাডি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জেএমবি সদস্য উপজেলার বল্লা গ্রামের মৃত সুলতানের ছেলে জিয়ারুল ইসলাম ওরফে ওবায়দা (৩৭)।
কালিহাতী থানার ওসি হাসান আল মামুন ইসলাম বলেন, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বোমা হামলার অন্যতম দুর্ধর্ষ জেএমবি সদস্য জিয়ারুলকে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বল্লা পূর্বপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বোমা ও বিস্ফোরক আইনে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
ওসি আরও বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। সে ২০০৫ সাল থেকে জেল খেটে কিছু দিন আগে বের হয়ে আসে।
আকাশ নিউজ ডেস্ক 
























