আকাশ স্পোর্টস ডেস্ক:
দুর্নীতিতে দায়ে ক্রিকেট থেকে নির্বাসিত উইকেটরক্ষক-ব্যাটসম্যান উমর আকমলের শাস্তির মেয়াদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তিন বছরের পরিবর্তে দেড় বছর বা ১৮ মাস আকমলকে ক্রিকেট থেকে দূরে থাকতে হবে। এর অর্থ চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের আগস্ট পর্যন্ত শাস্তির অধীনে থাকতে হবে পাকিস্তানি উইকেটকক্ষক-ব্যাটসম্যানকে।
তদন্তে জানা গিয়েছে, গত ফেব্রুয়ারিতে পাকিস্তান সুপার লিগ চলার সময় উমর আকমলকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিল বুকিরা। সেই প্রস্তাবে সাড়া না দিলেও বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ড কিংবা আইসিসিকে জানাননি আকমল। এই আচরণকে পিসিবির দুর্নীতি বিরোধী কোডের ২.৪.৪ ধারায় গর্হিত অপরাধ বলে গণ্য করা হয়।
সেই অপরাধের শাস্তি হিসেবে গত এপ্রিলে আকমলকে তিন বছর ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়েছিল। গত মে মাসে শাস্তি লাঘব করার আবেদন করেছিলেন পাকিস্তানি উইকেটরক্ষক-ব্যাটসম্যান। উমর আকমল এখন পর্যন্ত তার আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৬টি টেস্ট, ১২১টি ওয়ানডে ও ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিন ফরম্যাটে যথাক্রমে ১০০৩, ৩১৯৪ ও ১৬৯০ রান করেছেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার। নির্বাসন কাটিয়ে তিনি আর জাতীয় দলে ফিরতে পারেন কিনা সেদিকে তাকিয়ে থাকবে ক্রিকেট বিশ্ব।
আকাশ নিউজ ডেস্ক 






















