অাকাশ বিনোদন ডেস্ক:
মাছরাঙা টেলিভিশনে ঈদের দিন রাত ১১টা ৫০ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ টেলিফিল্ম ‘উচ্চতর হিসাববিজ্ঞান’। আইভানহো মুকিতের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ময়ূখ বারী। নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো, নাদিয়া নদী প্রমুখ।
নাটকটির গল্পে দেখা যাবে সিহাব একটা ছোট প্রাইভেট কোম্পানির হিসাবরক্ষক পদে কাজ করে। সামান্য বেতনের চাকুরীতে তার সংসার চালাতে কষ্ট হয়। তারই অফিসের অন্য এক কলিগ জামশেদ অন্যের ফাইল আটকে রেখে প্রতিনিয়ত মোটা অংকের ঘুষ আদায় করে ভালোই দিন কাটাচ্ছে।
কিন্তু অনেক সুযোগ থাকা সত্ত্বেও সিহাব কখনোই এই অবৈধ পথে পা বাড়ায় না। স্ত্রী নাজিয়াকে ভীষণ ভালোবাসে সে। কিন্তু সাধ্যের অভাবে বউয়ের কোনই সাধ পূরণ করতে পারে না। সামনে কোরবানীর ঈদ। পাশের বাড়ির লোকজন এমন কি নাজিয়ার নিজের বোনও লাখ টাকা দামের গরু কোরবানী দিবে, কিন্তু সিহাবের কোরবানীর মতই কোন অবস্থা নেই।
চারদিকের চাপে সিহাব একসময় নিজের কাছে পরাজিত হয়। ক্লায়েন্টের কাছ থেকে ঘুষ নিয়ে সে বউয়ের কাছে চলে আসে। এবার তাদেরও দামী গরু কোরবানী হবে। কিন্তু সিহাব রাতের বেলায় স্বপ্ন দেখে তার বাবা তার কাছে এসেছে। সে তাকে বলে- আমি সারাজীবন তোকে যে শিক্ষা দিলাম সামান্য লোভের কাছে তার সবকিছু বিকিয়ে দিলি? সিহাব নিজের ভুল বুঝতে পারে। না পারলে প্রয়োজনে সে কোরবানী দিবে না কিন্তু কখনোই ঘুষের টাকায় নয়।
আকাশ নিউজ ডেস্ক 






















