অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর মিরপুর পশ্চিম শ্যাওড়াপাড়ায় সোমবার রাত ৯টার দিকে দুর্বৃত্তদের গুলিতে আনিসুর রহমান আনিস (৪৫) নামের এক ঠিকাদার নিহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার এসআই মো. নুরুজ্জামান বলেছেন, আনিসুরের মাথা, কান, পিঠ ও হাতে গুলি লেগেছিল। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের এসআই মো. বাচ্চু মিয়া জানান, উন্নত চিকিৎসার জন্য আনিসুরকে নিয়ে যাওয়া হয় এ্যাপোলো হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।
আকাশ নিউজ ডেস্ক 

























