অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশের সরকার রোহিঙ্গাদের সঙ্গে মানবতার পরিপন্থি আচরণ করছে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, তারাও মানুষ। তাদের রক্ষা করা আমাদের দায়িত্ব। এটা মানবতার অংশ। খাওয়াবে দেশের মানুষ। সরকারের অনতি বিলম্বে উদ্যোগ নেওয়া উচিৎ। এছাড়া রোহিঙ্গাদের আশ্রয় দিতে দেশবাসী প্রস্তুত রয়েছে।
তিনি আরো বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদের আশ্রয় দিতে পারলে আমরা কেন পারবে না? রোহিঙ্গা ইস্যুতে আমাদের বন্ধু রাষ্ট্র ভারত ও চীনের সঙ্গে সরকারকে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে হবে। আমাদের দেশ সকল গণতান্ত্রিক যুদ্ধে জয় লাভ করেছে।
মিয়ানমারে অব্যাহত রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন-নিপীড়ন ও গণহত্যার প্রতিবাদে এবং মিয়ানমারের নেত্রী অং সান সু চির নোবেল পুরস্কার বাতিলের দাবিতে জাতীয় মানবাধিকার আন্দোলন মানববন্ধনের আয়োজন করে।
আকাশ নিউজ ডেস্ক 



















