ঢাকা ১১:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুরুল হক নুর

প্রকাশ হলো আরমান মালিকের প্রথম বাংলা গান ‘তোর কারণে’

অাকাশ বিনোদন ডেস্ক:
বুধবার রাতে প্রকাশিত হয়েছে বলিউড সেনসেশন গায়ক আরমান মালিকের প্রথম বাংলা গান ‘তোর কারণে’র মিউজিক ভিডিও। গতকাল ঈগল মিউজিকের ইউটিউব পেজ থেকে গানটি প্রকাশ করা হয়েছে।
আরজিৎ সিং পরবর্তী সময়ে তাকে নিয়ে এখন তুমুল ক্রেজ বলিউডে, সে নমুনা আরমানের প্লে লিস্টে একবার ঢু মারলেই বোঝা যাবে। হিন্দি গান ‘বলো দো না জারা’, হেট স্টোরি থ্রির ‘ওয়াজা তুম হো’ বা ‘তুম হে আপনা বানানে কা’, এম এস ধোনির ‘জাব তাক’, সানাম রে’র ‘হুয়া হে আজ পেহেলি বার’ কিংবা সানি লিওনের মাস্তিজাদের ‘রোম রোম রোমান্টিক’ গানগুলো যাদের পছন্দ, সেই শিল্পী প্রথমবার গাইলেন বাংলা কোন গান।
ইশতিয়াক আহমেদের কথায় ও বাংলাদেশি ব্যান্ড অ্যাপিরাসের সুর-সংগীতে গেয়েছেন আরমান মালিক। আর মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন গীতিকার ইশতিয়াক আহমেদ নিজেই, প্রযোজনায় কচি আহমেদ। সহকারি পরিচালক হিসেবে সঙ্গে ছিলেন আজহারুল ইসলাম অভি ও আসাদুজ্জামান আসাদ।
‘তোর কারণে’র মিউজিক ভিডিওটিতে মডেল হিসেবে রয়েছেন সৌমিক আহমেদ, বৃষ্টি ইসলাম, তৌহিদা তহু ও পিন্টু সাহা।
সঙ্গীত পরিচালক অ্যাপিরাসের সামি মাহমুদ বলেন, ‘আরমান মালিক অসাধারণ শিল্পী। তার সঙ্গে প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে কাজ করার অভিজ্ঞতাটা দারুণ এবং গৌরবের। অসম্ভব বিনয়ী এই শিল্পী বাংলাদেশের গান গাইতেও বেশ উচ্ছ্বসিত ছিলেন এবং গেয়েছেনও দুর্দান্ত। আশা করছি শ্রোতা-দর্শকদের ভাল লাগবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা

প্রকাশ হলো আরমান মালিকের প্রথম বাংলা গান ‘তোর কারণে’

আপডেট সময় ০২:৫৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০১৭
অাকাশ বিনোদন ডেস্ক:
বুধবার রাতে প্রকাশিত হয়েছে বলিউড সেনসেশন গায়ক আরমান মালিকের প্রথম বাংলা গান ‘তোর কারণে’র মিউজিক ভিডিও। গতকাল ঈগল মিউজিকের ইউটিউব পেজ থেকে গানটি প্রকাশ করা হয়েছে।
আরজিৎ সিং পরবর্তী সময়ে তাকে নিয়ে এখন তুমুল ক্রেজ বলিউডে, সে নমুনা আরমানের প্লে লিস্টে একবার ঢু মারলেই বোঝা যাবে। হিন্দি গান ‘বলো দো না জারা’, হেট স্টোরি থ্রির ‘ওয়াজা তুম হো’ বা ‘তুম হে আপনা বানানে কা’, এম এস ধোনির ‘জাব তাক’, সানাম রে’র ‘হুয়া হে আজ পেহেলি বার’ কিংবা সানি লিওনের মাস্তিজাদের ‘রোম রোম রোমান্টিক’ গানগুলো যাদের পছন্দ, সেই শিল্পী প্রথমবার গাইলেন বাংলা কোন গান।
ইশতিয়াক আহমেদের কথায় ও বাংলাদেশি ব্যান্ড অ্যাপিরাসের সুর-সংগীতে গেয়েছেন আরমান মালিক। আর মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন গীতিকার ইশতিয়াক আহমেদ নিজেই, প্রযোজনায় কচি আহমেদ। সহকারি পরিচালক হিসেবে সঙ্গে ছিলেন আজহারুল ইসলাম অভি ও আসাদুজ্জামান আসাদ।
‘তোর কারণে’র মিউজিক ভিডিওটিতে মডেল হিসেবে রয়েছেন সৌমিক আহমেদ, বৃষ্টি ইসলাম, তৌহিদা তহু ও পিন্টু সাহা।
সঙ্গীত পরিচালক অ্যাপিরাসের সামি মাহমুদ বলেন, ‘আরমান মালিক অসাধারণ শিল্পী। তার সঙ্গে প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে কাজ করার অভিজ্ঞতাটা দারুণ এবং গৌরবের। অসম্ভব বিনয়ী এই শিল্পী বাংলাদেশের গান গাইতেও বেশ উচ্ছ্বসিত ছিলেন এবং গেয়েছেনও দুর্দান্ত। আশা করছি শ্রোতা-দর্শকদের ভাল লাগবে।’