অাকাশ স্পোর্টস ডেস্ক:
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জিতেছে বাংলাদেশ। এই ঐতিহাসিক জয়ের পর ক্রিকেট বিশ্বের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়া বাংলাদেশকে আরও সম্মান দেখাবে বলে মনে করছেন সাকিব আল হাসান।
বুধবার ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে সাকিব বলেন, অস্ট্রেলিয়া খুবই ভাল দল। তাদের থেকে শিখছি। এই ম্যাচের পর তারা আরা আমাদের প্রতি আরও বেশি সম্মান দেখাবে।
তিনি আরও বলেন, ঘরের মাটিতে আমরা যে কোনো দলকে হারাতে পারি। গত দুই-তিন বছরে আমাদের এই আত্মবিশ্বাস তৈরি হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























