অাকাশ জাতীয় ডেস্ক:
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার বেলা সাড়ে ১২টায় আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা কার্ড পৌঁছে দেয়।
আওয়ামী লীগের সাবেক সহ-দফতর সম্পাদক সেকেন্দার আলী মোল্ল্যা চার সদস্যের এ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। দলের অন্য সদস্যরা হলেন—সাবেক সহসম্পাদক এইচ এম মিজানুর রহমান জনী, শফিকুল ইসলাম বাবু ও মুন্সি ফখরুদ্দিন সুলতান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।
আকাশ নিউজ ডেস্ক 






















