আকাশ জাতীয় ডেস্ক:
পটুয়াখালীর বাউফলে নিখোঁজ আসলাম শরীফ (২২) ও তার স্ত্রী জান্নাত বেগম (১৮)-এর লাশ উদ্ধার করা হয়েছে। ঢাকা-কালাইয়া রুটের ডবল ডেকার লঞ্চ ঈগলের সঙ্গে ধাক্কা লেগে নৌকা থেকে পড়ে তারা নিখোঁজ হয়েছিলেন।
শুক্রবার বিকালে আলোকি নদীতে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করে এলাকাবাসী।
সংশ্লিষ্টরা জানায়, বৃহস্পতিবার ভোরে নুরাইনপুর লঞ্চঘাটে ঢাকা-কালাইয়া রুটের যাত্রীবাহী লঞ্চ ঈগলের সঙ্গে একটি খেয়া নৌকা ধাক্কা লেগে উল্টে যায়। এতে নৌকার যাত্রীরা নদীতে পড়ে যায়।
ঘটনাস্থলেই আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি মারা যান। এ সময় আসলাম ও তার স্ত্রী নিখোঁজ হন। শুক্রবার বিকালে আসলাম ও তার স্ত্রীর লাশ ভেসে ওঠে।
কালাইয়া নৌপুলিশের এসআই সোহাগ ফকির লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
আকাশ নিউজ ডেস্ক 

























