আকাশ জাতীয় ডেস্ক:
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের আরেকজন কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার নাম আতিকুর রহমান (৪৭)। তিনি ব্যাংকটির লোকাল অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছিলেন।
সোমবার সন্ধ্যায় তিনি মারা যান বলে মঙ্গলবার নিশ্চিত করেছে ব্যাংক কর্তৃপক্ষ। এর আগে ১৭ মে ব্যাংকের আরেক কর্মকর্তার মৃত্যু হয় করোনাভাইরাসে।
সোনালী ব্যাংকের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক জাকির হোসেন খান জানান, আতিকুর রহমান রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ের (লোকাল অফিস) সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছিলেন। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
জনসংযোগ কর্মকর্তা জানান, আতিকুর রহমান সর্বশেষ গত ২৮ মে অফিস করেন। এরপর অসুস্থ হয়ে পড়লে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। এক সপ্তাহ আগে জ্বর ও শ্বাসকষ্ট বাড়তে থাকায় তিনি মুগদা হাসপাতালে ভর্তি হন। সেখানে তার করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। সোমবার সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।
কোয়ান্টাম ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সোমবার রাতে দক্ষিণ কমলাপুর কবরস্থানে তার দাফন হয়েছে বলে জানান জাকির হোসেন।
তিনি আরও বলেন, মাসখানেক আগে আতিকুর রহমানের বাবাও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তার লাশ দাফন করতে গ্রামের বাড়ি কিশোরগঞ্জে গিয়েছিলেন আতিক। ঢাকায় ফেরার পর প্রাথমিক টেস্টে তার কোভিড-১৯ নেগেটিভ আসে। কিন্তু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার সংক্রমণ ধরা পড়ে।
এর আগে গত ১৭ মে সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মাহাবুব এলাহী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। সারাদেশে সোনালী ব্যাংকের ১৪০ জন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানান জাকির।
আকাশ নিউজ ডেস্ক 























