আকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় রনি মার্কেটের বেসমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
শুক্রবার (১২ জুন) দিনগত রাত পৌনে ১১ টা ৪৩ মিনিটে দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান জানান, কামরাঙ্গীরচরের লোহার ব্রিজ সংলগ্ন একটি বহুতল বাণিজ্যিক ভবনের বেসমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
আকাশ নিউজ ডেস্ক 






















