ঢাকা ০১:০৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ : মির্জা ফখরুল আলমগীর টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান

বংশাই নদীতে নিখোঁজ সেই কলেজছাত্রের মরদেহ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:  

টাঙ্গাইলের ঘাটাইলে বংশাই নদীতে গোসল করতে নেমে মো. ফারুক খান (২০) নামে নিখোঁজ সেই কলেজছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরের দিকে উপজেলার আঙ্গারখোলা এলাকায় ব্রিজ সংলগ্ন ওই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফারুক ছনখোলা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি সন্ধানপুর স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, দুপুরে আঙ্গারখোলা এলাকায় ব্রিজ সংলগ্ন ওই নদীতে ফারুকের ভাসমান মরদেহ দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে রোববার (৭ জুন) দুপুরের আঙ্গারখোলা এলাকায় বংশাই নদীতে গোসল করতে নামেন দুই বন্ধু আব্দুল্লাহ আল-নোমান (২২) ও ফারুক। সাঁতার না জানায় দু’জনই নদীর কম পানিতেই গোসল করতে থাকেন। এসময় নদীর তীব্র স্রোত তাদের একজনকে ভাসিয়ে নিয়ে যায়। অপর বন্ধু তাকে উদ্ধার করতে গেলে দু’জনই স্রোতের টানে তলিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে স্থানীয় প্রশাসন নিখোঁজ দুই ছাত্রকে উদ্ধারের জন্য দ্রুত ফায়ার সার্ভিস ও ডুবুরি দলকে ঘটনাস্থলে পাঠায়। পরে ডুবুরি দলের অভিযানে বিকেলে নোমানের মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ থাকেন ফারুক।

আব্দুল্লাহ আল-নোমান একই উপজেলার ছোনখোলা গ্রামের আ. বাছেদের ছেলে।
রোববার উদ্ধার হয় আব্দুল্লাহ আল-নোমানের মরদেহসন্ধানপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আ. বাছেদ আকন্দ  জানান, গত বছর এ প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন ফারুক। এক বিষয়ে খারাপ করায় এবছর আবার ওই বিষয়ে পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার। আর নোমানও একই কলেজ থেকে পাশ করে বর্তমানে করটিয়া শাদৎ বিশ্ববিদ্যালয কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ২য় বর্ষে অধ্যয়নরত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বংশাই নদীতে নিখোঁজ সেই কলেজছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৪:৫৯:১১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০

আকাশ জাতীয় ডেস্ক:  

টাঙ্গাইলের ঘাটাইলে বংশাই নদীতে গোসল করতে নেমে মো. ফারুক খান (২০) নামে নিখোঁজ সেই কলেজছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরের দিকে উপজেলার আঙ্গারখোলা এলাকায় ব্রিজ সংলগ্ন ওই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফারুক ছনখোলা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি সন্ধানপুর স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, দুপুরে আঙ্গারখোলা এলাকায় ব্রিজ সংলগ্ন ওই নদীতে ফারুকের ভাসমান মরদেহ দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে রোববার (৭ জুন) দুপুরের আঙ্গারখোলা এলাকায় বংশাই নদীতে গোসল করতে নামেন দুই বন্ধু আব্দুল্লাহ আল-নোমান (২২) ও ফারুক। সাঁতার না জানায় দু’জনই নদীর কম পানিতেই গোসল করতে থাকেন। এসময় নদীর তীব্র স্রোত তাদের একজনকে ভাসিয়ে নিয়ে যায়। অপর বন্ধু তাকে উদ্ধার করতে গেলে দু’জনই স্রোতের টানে তলিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে স্থানীয় প্রশাসন নিখোঁজ দুই ছাত্রকে উদ্ধারের জন্য দ্রুত ফায়ার সার্ভিস ও ডুবুরি দলকে ঘটনাস্থলে পাঠায়। পরে ডুবুরি দলের অভিযানে বিকেলে নোমানের মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ থাকেন ফারুক।

আব্দুল্লাহ আল-নোমান একই উপজেলার ছোনখোলা গ্রামের আ. বাছেদের ছেলে।
রোববার উদ্ধার হয় আব্দুল্লাহ আল-নোমানের মরদেহসন্ধানপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আ. বাছেদ আকন্দ  জানান, গত বছর এ প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন ফারুক। এক বিষয়ে খারাপ করায় এবছর আবার ওই বিষয়ে পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার। আর নোমানও একই কলেজ থেকে পাশ করে বর্তমানে করটিয়া শাদৎ বিশ্ববিদ্যালয কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ২য় বর্ষে অধ্যয়নরত ছিলেন।