অাকাশ স্পোর্টস ডেস্ক:
ইংল্যান্ডের মাটিতে পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেশটির সাবেক তারকা কেভিন পিটারসেন। নয় বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ইংল্যান্ডের হয়ে ১০৪ টেস্ট ও ১৩৬টি টি টি-২০ ম্যাচ খেলা পিটারসেন শনিবার কাউন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।
চলমান ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্টে সারের হয়ে খেলা পিটারসেন শনিবার ইংল্যান্ডের মাটিতে পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘গত রাতে সারের পরাজয় মানে ইংল্যান্ডে একটি ক্যারিয়ারের সমাপ্তি। কি অসাধারণ এক জার্নি! নটস (নটিংহ্যামশায়ার), হ্যান্টস (হ্যাম্পশায়ার), সারে, ইসিবি এবং সমর্থকদের ধন্যবাদ।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৩/১৪ মৌসুমে এ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের হয়ে নিজের শেষ টেস্ট খেলেন পিটারসেন। পাঁচ টেস্টের এ সিরিজে দলের হয়ে সর্বোচ্চ রান করলেও পরের ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে বাদ পড়েন তিনি। পরবর্তীতে বিতর্কিতভাবে এখানেই তার ইংল্যান্ড ক্যারিয়ার শেষ হয়ে যায়।
এরপর থেকে বিশ্বজুড়ে ফ্যাঞ্চাইজি ভিত্তিক টি-২০ ক্রিকেট চালিয়ে যান তিনি। বিপিএল, সিপিএল, আইপিএল, বিগ ব্যাশ, পিএসএল এবং ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্ট সর্বত্রই সংক্ষিপ্ত ভার্সনে খেলে যাচ্ছেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 

























