আকাশ জাতীয় ডেস্ক:
করোনা পরিস্থিতিতে দেশব্যাপী লকডাউন চলাকালে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা সংক্রান্ত সরকারি নির্দেশনা অমান্য করে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন নরসিংদী শহরের বাসাইল এলাকায় নবনির্মিত হযরত কাবুল শাহ্ নরসিংদী কালেক্টরেট পাবলিক স্কুল ভবন উদ্বোধন করেছেন। আজ শনিবার সকালে এই উদবোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকা সত্ত্বেও জেলা প্রশাসককে তোষামোদি করার জন্য উক্ত স্কুলের ২৭০/৩০০ জন শিক্ষার্থীকে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে হাজির করা হয়। উক্ত ঘটনায় নরসিংদী জেলা শহরের বাসিন্দাদের মধ্যে ব্যাপকআলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকগণ অনিচ্ছা সত্ত্বেও স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্তের কারণে তাদের সন্তানদেরকে ঝুঁকি নিয়ে অনুষ্ঠানে প্রেরণ করেছেন বলে জানা যায়।
আকাশ নিউজ ডেস্ক 
























