ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

জ্বর-কাশি নিয়ে সাবেক সংসদ সদস্যের মৃত্যু

বগুড়ার সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য কামরুন নাহার পুতুল

আকাশ জাতীয় ডেস্ক:

করোনার উপসর্গ নিয়ে বগুড়ার সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য কামরুন নাহার পুতুল মারা গেছেন। কয়েকদিন ধরে জ্বর-কাশিতে ভোগা সাবেক এই সংসদ সদস্যকে বৃহস্পতিবার রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু দৈনিক আকাশকে জানান, গত কয়েকদিন ধরে জ্বর, কাশি ও ডায়রিয়ায় ভুগছিলেন কামরুন নাহার পুতুল। বৃহস্পতিবার রাতে শহরের কালিতলা এলাকার বাসায় পুতুলের অসুস্থতা বেড়ে গেলে স্বজনরা তাকে শজিমেক হাসপাতালে নেন। রাত সাড়ে ১১টার দিকে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, করোনার উপসর্গ থাকায় দু’দিন আগে তার নমুনা সংগ্রহ করে শজিমেকের আরটি পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এই নমুনা পরীক্ষার ফলাফল এলে বোঝা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন নাকি অন্য কোনো অসুস্থতায় মারা গেছেন। ছেলের চিকিৎসা শেষে তিনি সম্প্রতি ঢাকা থেকে বগুড়ায় ফেরেন বলেও জানান এই চিকিৎসক।

বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক কামরুন নাহার পুতুল ১৯৯৬ সালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। ২০০১ সালের সংসদ নির্বাচনে বগুড়া-৭ আসনে আওয়ামী লীগের মনোনয়নও পান তিনি। তার স্বামী মোস্তাফিজুর রহমান পটল ১৯৭৩ সালে প্রথম সংসদ নির্বাচনে বগুড়া-৫ (গাবতলী) আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ছিলেন। তিনি ওই সংসদে আওয়ামী লীগের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বর-কাশি নিয়ে সাবেক সংসদ সদস্যের মৃত্যু

আপডেট সময় ১১:৫৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০

আকাশ জাতীয় ডেস্ক:

করোনার উপসর্গ নিয়ে বগুড়ার সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য কামরুন নাহার পুতুল মারা গেছেন। কয়েকদিন ধরে জ্বর-কাশিতে ভোগা সাবেক এই সংসদ সদস্যকে বৃহস্পতিবার রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু দৈনিক আকাশকে জানান, গত কয়েকদিন ধরে জ্বর, কাশি ও ডায়রিয়ায় ভুগছিলেন কামরুন নাহার পুতুল। বৃহস্পতিবার রাতে শহরের কালিতলা এলাকার বাসায় পুতুলের অসুস্থতা বেড়ে গেলে স্বজনরা তাকে শজিমেক হাসপাতালে নেন। রাত সাড়ে ১১টার দিকে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, করোনার উপসর্গ থাকায় দু’দিন আগে তার নমুনা সংগ্রহ করে শজিমেকের আরটি পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এই নমুনা পরীক্ষার ফলাফল এলে বোঝা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন নাকি অন্য কোনো অসুস্থতায় মারা গেছেন। ছেলের চিকিৎসা শেষে তিনি সম্প্রতি ঢাকা থেকে বগুড়ায় ফেরেন বলেও জানান এই চিকিৎসক।

বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক কামরুন নাহার পুতুল ১৯৯৬ সালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। ২০০১ সালের সংসদ নির্বাচনে বগুড়া-৭ আসনে আওয়ামী লীগের মনোনয়নও পান তিনি। তার স্বামী মোস্তাফিজুর রহমান পটল ১৯৭৩ সালে প্রথম সংসদ নির্বাচনে বগুড়া-৫ (গাবতলী) আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ছিলেন। তিনি ওই সংসদে আওয়ামী লীগের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য ছিলেন।