অাকাশ জাতীয় ডেস্ক:
কচুয়া উপজেলার ১২টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকদের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার পৌরসভার মুক্তিযোদ্ধা মার্কেটে কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নুরুল ইসলাম মিয়াজীর সভাপতিত্বে পরামর্শ সভায় বক্তব্য রাখেন সাচার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওসমান গনি মোল্লা,পূর্ব সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওমর ফারুক, পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মামুনুর রশীদ প্রধান,কচুয়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ছফিউল্লাহ, কচুয়া সদর দক্ষিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মিঠু,সাধারন সম্পাদক শাহদাত মেম্বার, কাদলা ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন মোহন ,সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, কড়ইয়া ইউনিয়নের সভাপতি এড,নুরুল ইসলাম মিয়াজী ,সহসভপতি এনামুল হক মিঠু, গোহট উত্তর ইউনিয়নের সম্পাদক মো: শাহজাহান প্রধান , গোহট দক্ষিন ইউনিয়নের সাধারন সম্পাদক মো: মো: সেলিম , আশ্রাফপুর ইউনিয়নের সভাপতি মো: আসাদ উল্লাহ,সাধারন সম্পাদক রেজাউল মাওলা হেলাল। সভায় উপজেলা আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড ও দলীয় কার্যক্রমে ইউনিয়ন কমিটিকে সংশ্লিষ্ট না করে অবহেলার প্রদর্শন, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় পদ পদবী ব্যবহার করে ব্যাক্তি স্বার্থ হাসিলের লক্ষে উপজেলা আওয়ামী লীগের কেউ কেউ দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করে দলের শৃঙ্খলা ভঙ্গ এবং সাংগঠনিক অনিয়মে দলীয় কার্যক্রমে সমন্ময়হীনতা প্রসংগে আলোচনা হয়। তাছাড়া উপজেলা আওয়ামী লীগের কর্মকান্ডে ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের মর্যাদারহানী ও অবমূল্যায়ন বিষয়ে আলোচনা হয়।
কচুয়া চাঁদপুর প্রতিনিধি
আকাশ নিউজ ডেস্ক 
























