ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে আসতে আগ্রহী পেপাল, তবে প্রক্রিয়া দীর্ঘ: লুৎফে সিদ্দিকী ঋণখেলাপি, বিদেশি নাগরিকদের লাল কার্ড দেখানো হবে: আসিফ মাহমুদ জামায়াত ক্ষমতায় গেলে হিন্দুদের ‘জামাই আদরে’ রাখবে: কৃষ্ণ নন্দী কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান ‘তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে রাজনৈতিক দলগুলো একমত’:আলী রিয়াজ পুরো বাংলাদেশের কাছে মির্জা আব্বাস বাহিনীর হামলার বিচার দিলাম: নাসীরুদ্দীন চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি: মির্জা আব্বাস শীর্ষ জেনারেলকে বরখাস্ত করলেন শি জিনপিং ইলিয়াস মোল্লাহর জমি–গাড়ি–মার্কেট–ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ ডেনমার্ক-গ্রিনল্যান্ড নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট

প্রতিবন্ধীদের জন্য মানবতার বাজার

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাস পরিস্থিতিতে এলাকার অসহায় প্রতিবন্ধী ও ভিক্ষুকরা যাতে নিত্যপণ্য কিনতে পারে সেজন্যই ‘স্বাবলম্বাী নারী’ সংগঠনের উদ্যোগে রামপুরা উলুন রোডে বসেছিল ‘মানবতার বাজার’।

এ বাজার থেকে প্রায় দুই শত প্রতিবন্ধী ও ভিক্ষুক খাবার ও ইফতার সামগ্রীসহ সংগ্রহ করছে, বিনিময়ে লাগেনি কোন টাকা। সংগঠনটির ক্ষুদ্র এই আয়োজন এলাকার সবার নজর কেড়েছে। রমজানের আগেও এই বাজার বসেছিল।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রামপুরা উলুন বাজারের পাশের একটি গলিতে ভ্যানগাড়ির মধ্যে সাজিয়ে রাখা হয়েছে হরেক রকম পণ্য। এর মধ্যে আছে, চাল, তেল, ছোলা, মুড়ি, চিরা, মিষ্টিকুমড়া, লাউ, আলুসহ নানান সবজি।

জানতে চাইলে এক দিনমজুর বলেন, আজকে এখান থেকে যে বাজার নিয়েছি তা দিয়ে আমার চারদিন চলে যাবে। আমরা চাই এমন উদ্যোগ সবাই যাতে নেয়।

স্বাবলম্বী নারী সংগঠনের সভানেত্রী আকলিমা হক আঁখি বলেন, করোনার মহামারীতে অনেকের ঘরে নিত্য বাজার সামগ্রী নেই, আমরা প্রতিবন্ধী ও ভিক্ষুকদের জন্য এই আয়োজন করেছি, আমরা সবসমই চেষ্টা প্রতিবন্ধীদেও পাশে দাঁড়ানো। একটা পরিবারে যা কিছু প্রয়োজন তার বেশিরভাগ পণ্যই আমি এই বাজারে রেখেছি, আমারে এই মানবতার বাজাওে সবসময়ই রাখার চেষ্টা করব। সমাজের সব বিত্তবানদের উচিত অসহায় মানুষদেও পাশে দাঁড়ানো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে আসতে আগ্রহী পেপাল, তবে প্রক্রিয়া দীর্ঘ: লুৎফে সিদ্দিকী

প্রতিবন্ধীদের জন্য মানবতার বাজার

আপডেট সময় ০৮:১২:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাস পরিস্থিতিতে এলাকার অসহায় প্রতিবন্ধী ও ভিক্ষুকরা যাতে নিত্যপণ্য কিনতে পারে সেজন্যই ‘স্বাবলম্বাী নারী’ সংগঠনের উদ্যোগে রামপুরা উলুন রোডে বসেছিল ‘মানবতার বাজার’।

এ বাজার থেকে প্রায় দুই শত প্রতিবন্ধী ও ভিক্ষুক খাবার ও ইফতার সামগ্রীসহ সংগ্রহ করছে, বিনিময়ে লাগেনি কোন টাকা। সংগঠনটির ক্ষুদ্র এই আয়োজন এলাকার সবার নজর কেড়েছে। রমজানের আগেও এই বাজার বসেছিল।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রামপুরা উলুন বাজারের পাশের একটি গলিতে ভ্যানগাড়ির মধ্যে সাজিয়ে রাখা হয়েছে হরেক রকম পণ্য। এর মধ্যে আছে, চাল, তেল, ছোলা, মুড়ি, চিরা, মিষ্টিকুমড়া, লাউ, আলুসহ নানান সবজি।

জানতে চাইলে এক দিনমজুর বলেন, আজকে এখান থেকে যে বাজার নিয়েছি তা দিয়ে আমার চারদিন চলে যাবে। আমরা চাই এমন উদ্যোগ সবাই যাতে নেয়।

স্বাবলম্বী নারী সংগঠনের সভানেত্রী আকলিমা হক আঁখি বলেন, করোনার মহামারীতে অনেকের ঘরে নিত্য বাজার সামগ্রী নেই, আমরা প্রতিবন্ধী ও ভিক্ষুকদের জন্য এই আয়োজন করেছি, আমরা সবসমই চেষ্টা প্রতিবন্ধীদেও পাশে দাঁড়ানো। একটা পরিবারে যা কিছু প্রয়োজন তার বেশিরভাগ পণ্যই আমি এই বাজারে রেখেছি, আমারে এই মানবতার বাজাওে সবসময়ই রাখার চেষ্টা করব। সমাজের সব বিত্তবানদের উচিত অসহায় মানুষদেও পাশে দাঁড়ানো।