অাকাশ বিনোদন ডেস্ক:
দুইবার অস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা ইরানের আসগার ফারহাদি সোমবার মাদ্রিদে তার নতুন চলচ্চিত্র ‘এভরিবডি নোওজ’ চলচ্চিত্রটির সুটিং শুরু করেছেন। আর্জেন্টিনার অভিনেতা রিকার্ডো ড্যারিন ও অস্কার বিজয়ী দম্পতি জ্যাভিয়ার বারডেম ও পেনিলোপ ক্রুজ এ চলচ্চিত্রে অভিনয় করছেন। ফারহাদি তার টেলিগ্রাম চ্যানেলে নতুন এ চলচ্চিত্রের ঘোষণা দেন।
এছাড়া স্পেনের এডয়ার্ড ফার্নান্দেজ সেরানো, বারবারা লেনি, এলভিরা মিনগুয়েজ, ইনমা কুয়েস্তা, রজার কাসামাজরও র্যামন ব্যারেরার মত বিখ্যাত তারকারা ‘এভরিবডি নোওজ’ চলচ্চিত্রে অভিনয় করছেন। এ চলচ্চিত্রটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৩ মিলিয়ন ডলার। এ চলচ্চিত্রটির যৌথ উদ্যোক্তা হচ্ছে ফ্রান্স, স্পেন ও ইতালির কো-প্রডাকশন হাউজ মেমেন্টো ফিল্মস, মোরেনা ফিল্মস ও লাকি রেড।
একটি পারিবারিক নাটক ও মানসিক থ্রিলারের উপজিব্য হিসেবে ক্যারোলিনার কাহিনী নির্ভর এ চলচ্চিত্রে তিনি আর্জেন্টিনায় বাস করলেও স্পেনে তার পরিবারের সঙ্গে দেখা করতে যান। আর সেখানেই তাকে পড়তে হয় নানা দুর্ঘটনার মুখে। এ চলচ্চিত্রটির কাহিনী ৪ বছর আগে চূড়ান্ত হয় যখন ‘দি সেলসম্যান’ চলচ্চিত্রটির জন্যে আসগার ফারহাদি অস্কার জয় করেন। আসগার ফারহাদির এ চিত্রনাট্যটি স্পেনিশ ভাষায় অনুবাদ করা হয়। আসগার ফারহাদির এটি দ্বিতীয় চলচ্চিত্র যা ইরানের বাইরে চলচ্চিত্রায়ণ হচ্ছে। এর আগে ২০১২ সালে ‘দি পাস্ট’ চলচ্চিত্রটি তিনি প্যারিসে সুটিং করেন। ফিনান্সিয়াল ট্রিবিউন
আকাশ নিউজ ডেস্ক 






















