ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ

নারায়ণগঞ্জে করোনায় একজনের মৃত্যু, এলাকায় লকডাউন

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল শনিবার সকালে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ওই ব্যক্তির বয়স ৫৫ বছর। এ নিয়ে নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হলো।

এই মৃত্যুর ঘটনার পর গতকাল রাত একটার দিকে ওই ব্যক্তির বাড়ির আশপাশের এলাকা লকডাউন করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। ওই এলাকায় প্রায় ৩০০ বাড়ি আছে।

ওই ব্যক্তির পরিবারের বরাত দিয়ে জেলা করোনা–বিষয়ক ফোকাল পারসন নারায়ণগঞ্জ সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম কথা বলেন। তিনি প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার জ্বর ও শ্বাসকষ্টের কারণে ওই ব্যক্তিকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করেন স্বজনেরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তাঁর মৃত্যু হয়। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরীক্ষায় নিশ্চিত হয়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত। পরে গতকাল দুপুরে আইইডিসিআরের তত্ত্বাবধানে রাজধানীর খিলগাঁও কবরস্থানে ওই ব্যক্তির দাফন হয়।

ওই ব্যক্তির বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলায়। গতকাল রাত একটার দিকে উপজেলা প্রশাসন ওই ব্যক্তির বাড়ি ও আশপাশের এলাকা লকডাউন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক এ বিষয়ে প্রথম আলোকে বলেন, উত্তরে মাদ্রাসার শেষ মাথা হেদায়েত উল্লাহ খোকনের বাড়ি থেকে দক্ষিণে বাংলাবাজার ব্যাংকের মোড় পর্যন্ত এবং পূর্বে হাশেমবাগ লেন মোড় থেকে পশ্চিমে প্রধান বাড়ি মেইনরোড পর্যন্ত এলাকা লকডাউন করা হয়েছে। এই এলাকা থেকে কেউ বের হতে পারবেন না, কেউ আসতেও পারবেন না। পুলিশ পাহারা থাকবে।

জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ বলেন, নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত দুজনের মৃত্যু হলো।

গত ৩০ মার্চ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রসুলবাগ এলাকায় ৪৫ বছর বয়সী নারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। পরিবার তাঁর লাশ এলাকার স্থানীয় কবরস্থানে দাফন করেন। পরে ওই নারীর নমুনা পরীক্ষায় জানা যায়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। গত বৃহস্পতিবার রাত থেকে রসুলবাগ এলাকা লকডাউন করে উপজেলা প্রশাসন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ

নারায়ণগঞ্জে করোনায় একজনের মৃত্যু, এলাকায় লকডাউন

আপডেট সময় ১২:১৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল শনিবার সকালে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ওই ব্যক্তির বয়স ৫৫ বছর। এ নিয়ে নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হলো।

এই মৃত্যুর ঘটনার পর গতকাল রাত একটার দিকে ওই ব্যক্তির বাড়ির আশপাশের এলাকা লকডাউন করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। ওই এলাকায় প্রায় ৩০০ বাড়ি আছে।

ওই ব্যক্তির পরিবারের বরাত দিয়ে জেলা করোনা–বিষয়ক ফোকাল পারসন নারায়ণগঞ্জ সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম কথা বলেন। তিনি প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার জ্বর ও শ্বাসকষ্টের কারণে ওই ব্যক্তিকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করেন স্বজনেরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তাঁর মৃত্যু হয়। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরীক্ষায় নিশ্চিত হয়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত। পরে গতকাল দুপুরে আইইডিসিআরের তত্ত্বাবধানে রাজধানীর খিলগাঁও কবরস্থানে ওই ব্যক্তির দাফন হয়।

ওই ব্যক্তির বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলায়। গতকাল রাত একটার দিকে উপজেলা প্রশাসন ওই ব্যক্তির বাড়ি ও আশপাশের এলাকা লকডাউন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক এ বিষয়ে প্রথম আলোকে বলেন, উত্তরে মাদ্রাসার শেষ মাথা হেদায়েত উল্লাহ খোকনের বাড়ি থেকে দক্ষিণে বাংলাবাজার ব্যাংকের মোড় পর্যন্ত এবং পূর্বে হাশেমবাগ লেন মোড় থেকে পশ্চিমে প্রধান বাড়ি মেইনরোড পর্যন্ত এলাকা লকডাউন করা হয়েছে। এই এলাকা থেকে কেউ বের হতে পারবেন না, কেউ আসতেও পারবেন না। পুলিশ পাহারা থাকবে।

জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ বলেন, নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত দুজনের মৃত্যু হলো।

গত ৩০ মার্চ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রসুলবাগ এলাকায় ৪৫ বছর বয়সী নারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। পরিবার তাঁর লাশ এলাকার স্থানীয় কবরস্থানে দাফন করেন। পরে ওই নারীর নমুনা পরীক্ষায় জানা যায়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। গত বৃহস্পতিবার রাত থেকে রসুলবাগ এলাকা লকডাউন করে উপজেলা প্রশাসন।